ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
প্রিজন ভ্যান থেকে অনুসারীদের যে বার্তা দিলেন মামুনুল হক
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 26 April, 2023, 1:42 AM
সর্বশেষ আপডেট: Sunday, 30 April, 2023, 12:23 PM

প্রিজন ভ্যান থেকে অনুসারীদের যে বার্তা দিলেন মামুনুল হক

প্রিজন ভ্যান থেকে অনুসারীদের যে বার্তা দিলেন মামুনুল হক

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে কথিত স্ত্রীর ধর্ষণ মামলায় দুজন সাক্ষী দিয়েছেন। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নাজমুল হক শ্যামল নবম দফায় এ সাক্ষ্যগ্রহণ করেন।

সাক্ষ্যগ্রহণ শেষে কারাগারে নেওয়ার পথে প্রিজন ভ্যানের ভেতর থেকে মামুনুল হক অনুসারীদের বলেন, মিথ্যা মামলা দিয়ে আমাকে ফাঁসানো হয়েছে। সত্য কখনো চাপা থাকে না, সত্যের জয় একদিন হবেই। আমার মুক্তির দরকার নাই, সত্যের মুক্তি দরকার। সত্যের মুক্তির জন্য তোমরা দোয়া করো। তোমরা হিজরত করবে আল্লাহর পথে। ইনশাআল্লাহ সত্যের জয় হবেই হবে।

আদালতের পাবলিক প্রসিকিউটর রকিব বলেন, মামুনুল হককে মঙ্গলবার দুপুর ১২টায় আদালতে হাজির করা হয়। এরপর দুপুর ১টায় দুজন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে। সাক্ষী দিয়েছেন সোনারগাঁও থানার তৎকালীন এএসআই এজাজুল হক ও মামলার বাদীর বাড়িওয়ালা মোশারফ হোসেন। ধর্ষণের বিষয় গুরুত্বপূর্ণ সাক্ষী দিয়েছেন সাক্ষীরা। সাক্ষীদের সাক্ষ্য অনুযায়ী মামুনুল হক ধর্ষণ করেছেন। এ পর্যন্ত এ মামলায় মোট ২০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

এদিকে মামুনুল হকের আইনজীবী নয়ন বলেন, সাক্ষীদের জেরা করেছি। সাক্ষীদের কারো সঙ্গে জবানবন্দির কোন মিল নেই। ন্যায় বিচার হলে মামুনুল হক খালাস পাবেন।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান বলেন, সাক্ষ্য গ্রহণের জন্য কারাগার থেকে মামুনুল হককে সকাল ৯টায় আদালতে আনা হয়েছে। সেই সঙ্গে আদালত চত্বরে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়। সাক্ষ্যগ্রহণ শেষে কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জেরর সোনারগাঁ উপজেলায় অবস্থিত রয়েল রিসোর্টে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে এক নারীসহ আটক হয়। তখন অনুসারীরা রিসোর্ট ভাংচুর করে মামুনুল হক সহ নারীকে ছিনিয়ে নিয়ে যায়। পরে আটক কথিত স্ত্রী মামুনুল হকের বিরুদ্ধে সোনারাগাঁও থানায় ধর্ষণ মামলা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status