বছরের পর বছর ধরে শখের জ্যাকেট, শাল থাকবে হুবহু এক, কীভাবে নেবেন যত্ন?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 16 January, 2023, 12:28 PM
বছরের পর বছর ধরে শখের জ্যাকেট, শাল থাকবে হুবহু এক, কীভাবে নেবেন যত্ন?
সোয়েটার বা শাল রোজ ধোওয়া যায় না। তাই রোজ ব্যবহারের পর তা রোদে ফেলে রাখুন। এতে সোয়েটার জীবাণুমুক্ত হয়ে যাবেবছরের পর বছর ধরে শখের জ্যাকেট, শাল থাকবে হুবহু এক, কীভাবে নেবেন যত্ন?
প্রতিটি শাল, সোয়েটার জ্যাকেটের মধ্যেই অন্যরকম একটা গন্ধ থাকে। শীতের জামা মানেই তার সঙ্গে জড়িয়ে থাকে নস্ট্যালজিয়া। বছরের পর বছর শীতবস্ত্র আলমারিতে তোলা থাকে। মাত্র ২ মাসের জন্য নামানো হয়। ফের তা তুলে দেওয়া হয়। যে কারণে বছর বছর শীতবস্ত্র কেনা হচ্ছে এরকমটা দেখা যায় না। সোয়েটার যেহেতু দীর্ঘদিন বাক্সবন্দি থাকে তাই সোয়েটারে স্যাঁতস্যাঁতে গন্ধ আর পোকার আক্রমণ হতে পারে। যে কারণে এর সঠিক সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। সোয়েটার বাক্সে ভরার আগে ভাল করে ধুয়ে, রোদে শুকিয়ে ন্যাপথলিন দিয়ে রেখে তবেই রাখবেন আলমারিতে। উলের সোয়েটার খুব বেশি আর্দ্র আর অন্ধকারাচ্ছন্ন জায়গায় রাখা ঠিক নয়। এতে পোকার আক্রমণ বেশি হয়।
এক্ষেত্রে মেশিনের পরিবর্তে হাতে কাচলে শীতের জামাকাপড় বেশিদিন ভাল থাকে। উলের সোয়েটার বা শাল কাচার জন্য ডিটারজেন্ট ব্যবহার না করে লাইট শ্যাম্পু বা লিক্যুইড সোপ ব্যবহার করুন। জলের মধ্যে লিক্যুইড শ্যাম্পু গুলে নিয়ে ওর মধ্যে শাল, সোয়েটার চুবিয়ে রাখুন। ১০-১৫ মিনিট ভিজিয়ে রেখে তা হাতে কেচে ফেললেই হবে। মেশিনে কাচলে সোয়েটারের বুনোট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। এছাড়াও সোয়েটার কাচার পর তা শুকোতে দেওয়ার সময়ও যত্ন নিতে হবে। জোরে সোয়েটার থেকে জল নিকড়োলে সোয়েটারের জন্য ভাল নয়। এরপর তা ঝুলিয়ে না রেখে কোনও তোয়ালেতে মুড়ে সমতলে রোদে রেখে দিন। এতে জলও ঝরবে আর শুকিয়ে যাবে। সোয়েটারে যাতে কোনও কিছু ঘষা না লাগে সেদিকেও নজর রাখতে হবে। তাহলে সুতো উঠে আসার সম্ভাবনা থেকে যায়।