|
আজকে থেকে এ ভুল শুধরাতে চাই: টয়া
নতুন সময় ডেস্ক
|
|
আজকে থেকে এ ভুল শুধরাতে চাই: টয়া দেশের মানুষ এখন নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্নে বিভোর। যেখানে থাকবে না কোনো বৈষম্য-বিরোধ। স্বাধীন দেশে মাথা উঁচু করে বাঁচবে সকল শ্রেণি-পেশার মানুষ। সেই স্বপ্ন দেখছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মুমতাহিনা টয়াও। মনের সেই কথাগুলো তিনি তুলে ধরেছেন ফেসবুকের পাতায়। লিখেছেন, ‘বাক-স্বাধীনতার জন্য লড়াই হলো কিন্তু প্রয়োগ করা এখনও যাচ্ছে না। আমি ভাই অনলাইনে শো অফ করে আন্দোলন করি নাই। রাস্তায় অনেক আগে থেকেই ছিলাম। আমি অত বড় কেউ না তাই অত বেশি কভারেজ পাই নাই। যেটা অন্যায় সেটাকে অন্যায় বলেছি এবং বলছি।’ তিনি আরও লিখেছেন, ‘একটা কথা ৫ তারিখের আগে বলেছি, এখনও বলছি- “সমালোচনা করলেই সে ঐ দলের লোক বা সেই দলের লোক, দালাল, চামচা এসব বলা বন্ধ করতে হবে।” ১৬ বছর বলি নাই, এটা আমাদের বড় ভুল। আজকে থেকে এ ভুল শুধরাতে চাই। গঠনমূলক আলোচনা ও সমালোচনা শিখতে এবং করতে চাই।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
