ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
সদস্য হোন |  আমাদের জানুন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪ ৩ বৈশাখ ১৪৩১
২-৪ টা নাটকের এক কোণায় অংশ নিলেই সে মডেল অভিনেত্রী হয়ে যায় না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 2 August, 2021, 8:29 PM

২-৪ টা নাটকের এক কোণায় অংশ নিলেই সে মডেল অভিনেত্রী হয়ে যায় না

২-৪ টা নাটকের এক কোণায় অংশ নিলেই সে মডেল অভিনেত্রী হয়ে যায় না

সম্প্রতি কয়েকজন মডেল ও অভিনেত্রী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হবার পর দেশের শোবিজ অঙ্গনের অন্দর মহল নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের শোবিজ মানেই কি অধপতন? শোবিজ মানেই কি পার্টি, মদ, ইয়াবা? যখন এমন প্রশ্ন সকলের কাছে তখনই মুখ খুললেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শাহনাজ খুশি।

নিজের ফেসবুক হ্যান্ডেলে সোমবার শাহনাজ খুশি সমসাময়িক এসব কর্মকাণ্ড নিয়ে কথা বলেন। শাহনাজ খুশি লিখেছেন, একজন মানুষ হঠাৎ কিছু টাকা-ত্রাণ বিতরণ করে,অথবা মেম্বার-চেয়ারম্যান নির্বাচিত হয়ে,কোনও রাজনৈতিক দলে নাম লেখালেই যেমন রাজনীতিবিদ হয়ে যায় না! তেমনি কেউ কোন সুন্দরী প্রতিযোগীতায় আবেদন করেছিল,অথবা সম্পর্কের সুবাদে,বা টাকা-ক্ষমতার জোরে,২-৪ টা নাটক,বিজ্ঞাপনের কোনও একটা কোণায় অংশগ্রহণ করলেই সে মডেল বা অভিনেত্রী হয়ে যায় না। এখন তো কারো অভিনয় করবার শখ থাকলেই, প্রোফাইল ফাইল-আপ করে মডেল-অভিনেত্রী দিয়ে।

গুণী এই অভিনেত্রী বলেন, “রাজনীতিবিদ” অভিনেত্রী-মডেল” এ বিশেষণগুলোই বিশেষিত হবার জন্য,নিজেকে সমৃদ্ধ করতে হয়! লোভ সংবরণ করে, রোজ একটু একটু করে সীমাবদ্ধ অন্ধকারকে দু-হাতে পেছনে ঠেলে,ঐতিহ্যের আলোর নিচে যেয়ে দাঁড়াতে হয়! মানুষের ভালোবাসার পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়! প্রতিদিনের চর্চায় অভিনেত্রী/রাজনীতিবিদ হয়ে উঠতে হয়। ধারণ করতে-বহন করতে হয় তা,উঠাবসা,কথা,পোশাক,রুচি,পরিমন্ডল,পরিবার,দর্শন,ইত্যকার যাবতীয় সব কিছুতে! আপনি বহন করবেন আপনার আর্দশ,আর জনগন বহন করবে আপনার আকার/প্রকার/সত্য।

শাহনাজ খুশি বলেন, এটাই সত্য! তাহলে কেন নিউজ গুলো প্রতিদিন এমন হচ্ছে! আজ সকালে মডেল “মৌ” দেখে রীতিমত ঘাবড়ে গেলাম! অভিনেত্রী থানায় দেখে কুন্ঠিত হয়ে যায়। বার বার একই হেডিং-এ বিব্রত হয়,অভিনয়/মডেলিং পেশায় থাকা মানুষের পরিবার! কারো ব্যাক্তিগত উশৃংখলতাকে এত প্রচার করারই বা কি আছে? তাও কিনা যখন দেশে প্রতিদিন গড়ে ২৩০ থেকে ২৪০ জন মানুষ মারা যাচ্ছে! ডেংগুসহ চিকিৎসা ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে দিশেহারা সারাদেশের মানুষ! প্রিয়জন হারিয়ে শান্তনার জায়গা নাই কারো! মৃত্যু এখন সংখ্যা শুধু! সেখানে প্রহসনের এই নিউজ গুলো এত ফলাও করবার কি এত প্রয়োজন আছে!

তিনি আরো বলেন, ভাইজানেরা,আপনারা যাদের নিউজ নিয়ে এত হামলে পড়েছেন,তাদের কে আপনাদের এই নিউজের আগে,ঔ পরিচয়ে গুলোতে কেউ চিনতো না‼️মিডিয়া পঁচলে দেশ আলোকিত হবে না! মিডিয়াই দেশের একটা ঐতিহ্যের আলো ধরে রাখে,বহন করে‼️ পারলে সে আলোটুকু রক্ষা করেন। এসব আগাছা নিরবে বেছে ফেলেন। আর হ্যাঁ, আগাছা কিন্তু আগাছায়! এর কোন আলাদ নাম নাই, না সংস্কৃতিতে,না রাজনীতিতে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status