|
ধর্ষণের শিকার শিশু রাইসার পরিবার এখন ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() ধর্ষণের শিকার শিশু রাইসার পরিবার এখন ন্যায় বিচার পাওয়া নিয়ে শঙ্কিত গত ২৪ নভেম্বর রাজধানীর মহাখালীতে শিশু রাইসা ধর্ষণের শিকার হয়। ঐদিন রাতে রাইসার মা রিমি আক্তার বাদী হয়ে বনানী থানায় মামলা করে এবং রাতেই আসামী শরীফ গ্রেফতার হয়। লিখিত অভিযোগে ভুক্তভোগী জানায়, দুই কন্যা সন্তান সহ সপরিবারে মহাখালী হাজারী বাড়ী এলাকায় বসবাস করেন রিমি আক্তার। আসামী শরীফও একই এলাকায় বসবাস করে এবং ডিস লাইন মেরামতের কাজ করে। গত ২৪ নভেম্বর আনুমানিক বিকেল ৪টা ৩০ মিনিটে প্রতিদিনের মত রাইসা বাসার সামনে আশপাশের অন্যান্য বাচ্চাদের সাথে খেলাধূলা করার জন্য বের হয়। এরপর থেকে আমি আমার মেয়েকে খুজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকি। ঐদিন সন্ধ্যা আনুমানিক ১৮.৩০ ঘটিকার সময় আমার মেয়ে কান্না করে আমাদের বাসার সামনে আসে। আমি আমার মেয়ে রাইসার নিকট কান্নাকাটি করার কারন জানতে চাইলে জানায়, সে ( রাইসা) বাসার সামনে খেলা করার সময় প্রতিবেশী শরীফ অসৎ উদ্দেশ্যে চকলেট ও খেলনা দেয়ার প্রলোভন দেখিয়ে তার সাথে যেতে বলে।একপর্যায়ে শরীফ আমার মেয়েকে তার ঘরের মধ্যে নিয়ে চকলেট ও খেলনা দেয়ার প্রলোভন দেখিয়ে জামা প্যান্ট খুলে ফেলে । বিবাদী শরীফ আমার মেয়েকে মুখ চেপে ধরে ধর্ষন করে। আমার মেয়ে রাইসা ব্যাথায় ডাক চিৎকার দিলে বিবাদী শরীফ আমার মেয়েকে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখিয়ে তার বাসা থেকে কৌশলে বের করে দেয়। ভুক্তভোগী পরিবার আরো জানায়, যে বাসায় আমার মেয়েকে ধর্ষণ করা হয় সেই বাসায় শরীফ ও তার ১৫ বছরের এক ছেলে ভাড়া থাকতো। ঘটনার দিন আমি ওই বাড়িতে গেলে প্রাথমিক অবস্থায় বাড়ির লোকজন বলে আমার মেয়ে রাইসা কে বের হয়ে যেতে দেখেছে কিন্তু এখন আসামির প্রভাবশালী মামাদের চাপে পড়ে বলছে তারা কেউ বাড়িতে ছিল না। ন্যায় বিচার পাব কিনা এটা নিয়ে আমি এখন শঙ্কিত কারণ আসামিরা অনেক প্রভাবশালী। অভিযুক্ত শরীফের মামা মোঃ রিপন নতুন সময়কে বলেন আমরা পরিবারসহ হজ্ব করে এসেছি কোন ধরনের অপ্রিতিকর ঘটনার সাপোর্ট কখনোই করিনি আর করব না। ভাগিনা এরকম একটি কাজ করেছে তার উপযুক্ত শাস্তি হোক আমরা ও চাই । অভিযোগ পাওয়ার পর ভাগিনাকে নরসিংদী থেকে ধরে এনে থানায় হস্তান্তর করেছি। মামলার তদন্তকারী কর্মকর্তার মোঃ ইজার আলী নতুন সময়কে বলেন বাদীকে যদি মামলা তুলে নেয়ার ব্যাপারে কোন ধরনের চাপ প্রয়োগ করে। সে ক্ষেত্রে বাদী থানায় লিখিত অভিযোগ দিলে আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নেব। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
