|
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠিত এ সময় অনুষ্ঠানে নবাবগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি মো. রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন, ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও বাংলাদেশ জামায়াতের ঢাকা মহানগরীর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, নবীন শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্বের প্রতীক। তাদের মাঝে দায়িত্ববোধ, নৈতিকতা ও আদর্শ চেতনা গড়ে তুলতে হবে। বর্তমান সময়ে শুধু ভালো ফলাফল নয়, সঠিক দিকনির্দেশনাই একজন শিক্ষার্থীকে সফলতার পথে নিয়ে যেতে পারে। ক্যারিয়ার গাইড লাইন মূলত শিক্ষার্থীর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই শুরু থেকেই লক্ষ্য নির্ধারণ করে পরিশ্রম করতে আহŸান জানান তিনি। এছাড়া শিক্ষার পাশাপাশি চরিত্র গঠন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পরামর্শ দেন তিনি। নবীন বরণ ও ক্যারিয়ার গাইড লাইন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মো. আবু মুসা, রাকসুর নির্বাচিত ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি আব্দুল আজিজ, কেন্দ্রীয় সাবেক প্রচার সম্পাদক হাফেজ গোলাম রাব্বানী, কেন্দ্রীয় সাবেক সাংস্কৃতিক সম্পাদক হাফেজ আব্দুল আলীম, শহর শাখার সাবেক সভাপতি এ্যাডভোকেট শফিক এনায়েতুল্লাহ এবং শহর শাখার সেক্রেটারি ইউসুফ আল গালিব উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
