| 
			
							
			
			 ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল ঝুঁকিপূর্ণ ব্রীজ সংস্কারের দাবিতে মানববন্ধন 
			
			এ এইচ অনিক  
			
			
			 | 
		
			
			![]() ঢাকা-বরিশাল মহাসড়কের বামরাইল ঝুঁকিপূর্ণ ব্রীজ সংস্কারের দাবিতে মানববন্ধন ৩ নভেম্বর সোমবার সকাল ১০ টায় মানববন্ধন কর্মসূচিতে উজিরপুর উপজেলা বাসদের আহবায়ক কমরেড মোঃ আবুল কালাম মাষ্টার এর সভাপতিত্বে ও সদস্য সচিব কমরেড মঞ্জুর আলম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বরিশাল জেলা কমিটির সদস্য কমরেড সাগর দাস, বরিশাল জেলা শ্রমিক ফ্রন্টের সদস্য কমরেড আব্দুর রাজ্জাকসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দ ও এলাকাবাসী।উপস্থিত নের্তৃবৃন্দ দক্ষিণাঞ্চলের একমাত্র সড়কের বামরাইল বাসষ্ট্যান্ডে জরাজীর্ণ ব্রীজটিতে ভয়াবহ ফাটলের সৃষ্টি হয়।  তবে প্রশাসন দায়সারা সংস্কার না করে ব্রীজটির নিচে বালুর বস্তা দেয়া হয়। এতে করে দক্ষিনাঞ্চল জুড়ে আতঙ্ক বিরাজ করছে। যেকোন সময় বড় ধরনের  দূর্ঘটনার আশঙ্কা।  তাই ব্রীজটি অচিরেই সংস্কারের দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা  করেছেন। মানববন্ধন শেষে উজিরপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি মহেশ্বর মন্ডল এর কাছে স্মারক লিপি প্রদান করা হয়।  | 
		
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ | 
