|
ভূরুঙ্গামারীতে এসডিএফ’র স্টেকহোল্ডার কর্মশালা
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে এসডিএফ’র স্টেকহোল্ডার কর্মশালা অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন ‘সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ)’ এর আয়োজনে সোমবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। বিশেষ অতিথি হিসেবে স্বাগত বক্তব্য রাখেন এসডিএফ’র জেলা ব্যবস্থাপক শহিদুল ইসলাম। জেলা কর্মকর্তা (যুব ও কর্মসংস্থান এবং অ:দা: জীবিকায়ন) জান্নাতুল ফেরদৌসীর সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা প্রকৌশলী ইনছাফুল হক সরকার, সমবায় কর্মকর্তা আবদুর রাজ্জাক মিয়া, ভুরুঙ্গামারী সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, জয়মনিরহাট ইউপি চেয়ারম্যান আবদুল ওয়াদুদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি এ এস খোকন এবং জনতা ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসার মনিরুজ্জামান, নলেয়া মাঝিটারি গ্রাম সমিতির উপকারভোগী কনকী রানী প্রমুখ। এর আগে সংস্থার গৃহীত বিভিন্ন কার্যক্রমের তথ্যচিত্র প্রদর্শন করেন জেলা কর্মকর্তা শামছুন্নাহার বেগম। বক্তারা বলেন, এসডিএফ দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে যুগান্তকারী ভূমিকা রাখছে। এর মাধ্যমে দরিদ্র জনগোষ্ঠীকে সংগঠিত করে আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি করা হচ্ছে। বিশেষ করে গ্রামীণ নারীরা ক্ষুদ্রঋণ, প্রশিক্ষণ ও উদ্যোক্তা সহায়তার মাধ্যমে স্বনির্ভর হচ্ছেন। তাঁরা আরও বলেন, গ্রামীণ পর্যায়ের সংগঠনগুলোকে টেকসই করে তুলতে হলে এসডিএফ’র কার্যক্রমের পরিধি আরও বিস্তৃত করা প্রয়োজন। এতে করে প্রত্যন্ত অঞ্চলের মানুষও উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনের মূলধারায় সম্পৃক্ত হবে। কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিক, জনপ্রতিনিধি ও এসডিএফ’র কর্মকর্তারা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
