|
পা পিছলে চলন্ত ট্রেনের নিচে পড়া কৃষকের মৃত্যু
নতুন সময় প্রতিনিধি
|
![]() পা পিছলে চলন্ত ট্রেনের নিচে পড়া কৃষকের মৃত্যু জানা গেছে, নিহত জালাল উদ্দীন (৪৫) ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর আগলী ইউনিয়নের নিধিরচর গ্রামের মো. তৈয়ব উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। মৃত্যুর আগে গুরুতর আহত অবস্থায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জালাল উদ্দীন জানান, তিনি শ্রীপুর বাজারে শাকসবজি বিক্রি করেন। শ্রীপুর রেলওয়ে স্টেশনে মোহনগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেন দাঁড়ানো দেখে তিনি ট্রেনের এক নম্বর লাইনে দৌড়ে ওঠতে যান। স্টেশনের এক নম্বর লাইনে একই সময়ে দাঁড়ানো ছিল দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেন এবং একই সঙ্গে দুটি ট্রেনই ছেড়ে দেয়। এসময় পা পিছলে তিনি ট্রেনের ইঞ্জিনের নিচে চলে যান। এর পরের ঘটনা তিনি বলতে পারেননি। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা বলেন, জালাল উদ্দীন এক নম্বর লাইনে দৌড়াতে গিয়ে পা পিছলে চোখের পলকে ট্রেনের নিচে পড়ে যান। এরপর জামালপুর কমিউটার ট্রেনটি তার ওপর দিয়ে যায়। ট্রেন চলে যাওয়ার পরপরই স্টেশনের লোকজনের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। হাসপাতালে তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারলেও, অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চর আগলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য শহিদুল ইসলাম দুলু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতেই জালাল উদ্দীন মারা গেছেন। আজ সোমবার বেলা ১১টায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, রোববার রাত ৯টার পর গুরুতর আহত অবস্থায় জালাল উদ্দীন নামে একজনকে হাসপাতালে আনা হয়। তার অবস্থা সংকটাপন্ন থাকায় প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিকে স্থানীয়রা হাসপাতালে নিয়ে যায়। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, ঘটনা জানার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি জানান, মৃত্যুর বিষয়টি রেলওয়ে পুলিশ দেখবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
