| 
			
							
			
			 কলাপাড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩৫ মন জাটকা ইলিশ জব্দ ও ৬ চালককে জারিমানা  
			
			তুষার হাওলাদার, কলাপাড়া  
			
			
			 | 
		
			
			![]() কলাপাড়ায় যাত্রীবাহী বাস থেকে ৩৫ মন জাটকা ইলিশ জব্দ ও ৬ চালককে জারিমানা অভিযানে ঢাকাগামী ৬টি যাত্রিবাহী বাস থেকে মোট ৩৫ মন জাটকা ইলিশ জব্দ করা হয়। এসময় প্রতিটি বাসের চালককে ২ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করেন আদালত। পরবর্তীতে জব্দকৃত মাছগুলো পৌর এলাকার বিভিন্ন এতিমখানা, মাদ্রসা ও হতদরিদ্র  মানুষের মাঝে বিতরণ করা হয়। এসময় মৎস্য বিভাগ ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।  নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইয়াসিন সাদীক বলেন, “১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা, পরিবহন বা মজুদ করা আইনত দন্ডনীয় অপরাধ। কেউ আইন অমান্য করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”  | 
		
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ | 
