ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
৩১ দফা রাষ্ট্রগঠন কর্মসূচি জনগণের মুক্তির দিশারি: দীপেন দেওয়ান
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি
প্রকাশ: Sunday, 2 November, 2025, 7:37 PM

৩১ দফা রাষ্ট্রগঠন কর্মসূচি জনগণের মুক্তির দিশারি: দীপেন দেওয়ান

৩১ দফা রাষ্ট্রগঠন কর্মসূচি জনগণের মুক্তির দিশারি: দীপেন দেওয়ান

রাঙামাটি সদর উপজেলার ৪নং কুতুকছড়ি ইউনিয়নের কুতুকছড়ি বাজারে বিএনপির জনসংযোগ ও প্রচার কার্যক্রমের অংশ হিসেবে রবিবার (২ নভেম্বর) প্রাণবন্ত পরিবেশে অনুষ্ঠিত হয় রাষ্ট্রগঠনের ৩১ দফা কর্মসূচি প্রচার অভিযান।

এ সময় দূর-দূরান্ত থেকে আগত পাহাড়ি ও বাঙালি সাধারণ মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র পুনর্গঠনের দিকনির্দেশনাসম্পন্ন লিফলেট বিতরণ করা হয়।

লিফলেট বিতরণে নেতৃত্ব দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি এডভোকেট দীপেন দেওয়ান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুতুকছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি শংকদীশ বড়ুয়া, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. নান্নু সিকদার। সকালে বাজার এলাকায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা জড়ো হয়ে ক্রেতা-বিক্রেতাদের হাতে হাতে ৩১ দফার লিফলেট বিতরণ করেন।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের বেশ কয়েকজন সিনিয়র নেতা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য— সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র; মুজিবুল হক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি; মো: নুরুজ্জামান হাওলাদার, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক ও নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি; মাহবুবুল আলম মিন্টু, জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক; মমতাজ মিয়া, জেলা শ্রমিকদল সভাপতি; নুরুল কবির বাচা, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক; মো. শফি, জেলা তাতীদল আহ্বায়ক; বাচ্চু মিয়া, রাঙামাটি পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক; এছাড়া রনেল দেওয়ান, বিনয় শংকর চাকমা, ফারুক হাওলাদার, মোহাম্মদ আলী, মো. রিয়াজ উদ্দিন, নুরনবী ও রাহুল চাকমা, মো. সেলিম, শ্যামল ত্রিপুরা, আল আমিন, হাসান, সাইফুলসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি দীপেন দেওয়ান বলেন, তারেক রহমানের ৩১ দফা রাষ্ট্রগঠন কর্মসূচি বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি ও প্রশাসনে নতুন দিক নির্দেশ করবে। এতে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠন, নাগরিক অধিকার নিশ্চিতকরণ, অর্থনৈতিক স্বনির্ভরতা ও দুর্নীতিমুক্ত প্রশাসনের অঙ্গীকার রয়েছে। বিএনপি জনগণের দল—পাহাড়ে ও সমতলে সবাই মিলে আমরা তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করছি। এই লিফলেট কর্মসূচি তারই অংশ।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগ আমাদের বাঙালি পরিচয় দিতে চেয়েছিল, কিন্তু বিএনপি দিয়েছে বাংলাদেশি পরিচয়। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে—আমরা কি শুধু বাঙালি, নাকি গর্বিত বাংলাদেশি? তারেক রহমান বলেছেন, জাতি, ধর্ম নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি।”

দীপেন দেওয়ান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পাহাড়ি-বাঙালি সম্প্রীতি, পার্বত্য অঞ্চলের উন্নয়ন, রাষ্ট্রীয় সংহতি ও ন্যায়ের পক্ষে ছিলেন। তিনি পাহাড়কে আলাদা নয়, বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখতেন, যাতে পাহাড়ের মানুষ নিজেদের বাংলাদেশি হিসেবে গর্ব করতে পারে।”

জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো বলেন, বিএনপির এই ৩১ দফা কেবল রাজনৈতিক স্লোগান নয়, এটি একটি ভবিষ্যৎ রাষ্ট্র বিনির্মাণের রূপরেখা। জনগণ এই দফাগুলো জানলে বিএনপির প্রতি আস্থা আরও বাড়বে।”

অন্য বক্তারা বলেন, দেশজুড়ে লুটপাট, দুর্নীতি ও দমননীতি চলমান। জনগণের মুক্তির জন্য তারেক রহমানের নির্দেশিত ৩১ দফাকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।”

অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা কুতুকছড়ি বাজার এলাকায় মিছিলসহকারে লিফলেট বিতরণ সম্পন্ন করেন। পুরো এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status