| 
			
							
			
			 কুড়িগ্রামের বিজিবি'র বিশেষ অভিযান পরিচালনা করে ২ কোটি ১৭ লাখ টাকা মূল্যের পণ্য জব্দ 
			
			আহম্মেদুল কবির, কুড়িগ্রাম 
			
			
			 | 
		
			
			![]() কুড়িগ্রামের বিজিবি'র বিশেষ অভিযান পরিচালনা করে ২ কোটি ১৭ লাখ টাকা মূল্যের পণ্য জব্দ গতকাল ১ নভেম্বর শনিবার সকালে বিজিবি কুড়িগ্রাম ব্যাটালিয়ন -২২ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- গবাদি পশু (গরু ও মহিষ), ইয়াবা ট্যাবলেট, ভারতীয় মদ, ফেন্সিডিল, গাঁজা, মসলা, চিনি, কাপড়, চকলেট, কসমেটিকস, বাইসাইকেল, কম্বল ও মোবাইল ফোন। এছাড়া ৩১ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়নের বিশেষ টহল দল নারায়নপুর বিওপি এলাকার সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাষ্টারপাড়া এলাকা থেকে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, কুড়িগ্রাম ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সাম্প্রতিক সময়ে সীমান্তে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও স্থানীয় জনগণের আস্থা বৃদ্ধির লক্ষ্যে সীমান্ত টহল ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।  | 
		
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ | 
