ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
কুড়িগ্রামের বিজিবি'র বিশেষ অভিযান পরিচালনা করে ২ কোটি ১৭ লাখ টাকা মূল্যের পণ্য জব্দ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Sunday, 2 November, 2025, 7:32 PM

কুড়িগ্রামের বিজিবি'র বিশেষ অভিযান পরিচালনা করে ২ কোটি ১৭ লাখ টাকা মূল্যের পণ্য জব্দ

কুড়িগ্রামের বিজিবি'র বিশেষ অভিযান পরিচালনা করে ২ কোটি ১৭ লাখ টাকা মূল্যের পণ্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কুড়িগ্রাম-২২ কুড়িগ্রাম জেলার বিভিন্ন সীমান্তে টহল জোরদার করেছে। গত অক্টোবর মাসজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ২ কোটি ১৭ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করেছে তারা।

গতকাল ১ নভেম্বর শনিবার সকালে বিজিবি কুড়িগ্রাম ব্যাটালিয়ন -২২ এর পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজিবি জানায়, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- গবাদি পশু (গরু ও মহিষ), ইয়াবা ট্যাবলেট, ভারতীয় মদ, ফেন্সিডিল, গাঁজা, মসলা, চিনি, কাপড়, চকলেট, কসমেটিকস, বাইসাইকেল, কম্বল ও মোবাইল ফোন।

এছাড়া ৩১ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়নের বিশেষ টহল দল নারায়নপুর বিওপি এলাকার সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাষ্টারপাড়া এলাকা থেকে ১৮৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক জানান, কুড়িগ্রাম ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সাম্প্রতিক সময়ে সীমান্তে শৃঙ্খলা ফিরিয়ে আনা ও স্থানীয় জনগণের আস্থা বৃদ্ধির লক্ষ্যে সীমান্ত টহল ও নিরাপত্তা কার্যক্রম জোরদার করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status