ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৪ নভেম্বর ২০২৫ ১৯ কার্তিক ১৪৩২
আলফাডাঙ্গায় বিএনএম এর ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত
আলমগীর কবির, আলফাডাঙ্গা
প্রকাশ: Sunday, 2 November, 2025, 6:54 PM
সর্বশেষ আপডেট: Sunday, 2 November, 2025, 6:58 PM

আলফাডাঙ্গায়  বিএনএম এর ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় বিএনএম এর ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা  বিএনপি ও পৌর বিএনপির  অঙ্গসংগঠনের উদ্যোগে নবনির্বাচিত কমিটির আনন্দ মিসিল ও বিএনপির বিরুদ্ধে বিএনএম এর দলীয় নেতাকর্মীদের ষড়যন্ত্র বিরুদ্ধে বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলা রোডে অবস্থিত বিএনপির  দলীয় অফিস থেকে এ আনন্দ মিসিল শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোকাল বাসস্টান্ডের মুক্তির মোড় হয়ে পুনরায়  উপজেলা বিএনপির কার্যালয়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম নাসির।

প্রধান অতিথির বক্তব্যে খন্দকার নাসিরুল ইসলাম নাসির বলেন,বাংলাদেশ আজ এক গভীর সংকটে নিমজ্জিত। বিগত আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে, বিচারব্যবস্থাকে দলীয়করণ করেছে, আমাদের দলের নেতাকর্মীদের ওপর চালিয়েছে নির্যাতন, গুম ও হত্যা। দেশকে একদলীয় শাসনের দিকে ঠেলে দেওয়া হয়েছিল। এখন সময় এসেছে জনগণের সরকার প্রতিষ্ঠার।

তিনি আরও বলেন,ধানের শীষ শুধু একটি প্রতীক নয়,এটি মানুষের মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্রের প্রতীক। বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রতিটি পরিবার পাবে ফ্যামিলি কার্ড, কৃষক পাবে ন্যায্যমূল্য, তরুণরা পাবে কর্মসংস্থান। আমরা দেশকে প্রকৃত গণতন্ত্রের পথে ফিরিয়ে আনব। সময় এসেছে পরিবর্তনের, সময় এসেছে ধানের শীষে ভোট দেওয়ার।

আলফাডাঙ্গায়  বিএনএম এর ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

আলফাডাঙ্গায় বিএনএম এর ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস, সাধারণ সম্পাদক নূর জামাল খসরু, পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন এবং সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসান হাসিব 

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহসভাপতি মামুন উর রহমান , সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান, প্রচার সম্পাদক কামরুজ্জামান কদর, উপজেলা বিএনপির সহ সম্পাদক শাহারিয়ার আল হাবিব, উপজেলা বিএনপির সদস্য ইশা খান, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব নিয়ামুল হাসান পারভেজ, বানা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি লিয়াকত বিশ্বাস  এবং পৌর ছাত্রদলের সভাপতি সোহেল শরীফ।

এ আনন্দ মিসিল ও  বিক্ষোভ সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। তারা গণতন্ত্র ফিরিয়ে দাও, ভোটাধিকার চাই, ধানের শীষে ভোট দিন, নাসির ভাইয়ের সালাম নিন  এসব স্লোগানে মুখরিত করে তোলেন গোটা আলফাডাঙ্গা পৌর সদর বাজার। 

উৎসাহ ও উদ্দীপনায় ভরপুর এই বিক্ষোভ মিছিলটি আলফাডাঙ্গা শহরজুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status