| 
			
							
			
			 আরবিএম ওপেন স্কাউট গ্রুপের বার্ষিক ক্যাম্প, দীক্ষা ও ব্যাজ প্রদান সম্পন্ন 
			
			নতুন সময় প্রতিনিধি 
			
			
			 | 
		
			
			![]() আরবিএম ওপেন স্কাউট গ্রুপের বার্ষিক ক্যাম্প, দীক্ষা ও ব্যাজ প্রদান সম্পন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি ও সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুরের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে রাণী বিলাসমণি (আরবিএম) ওপেন স্কাউট গ্রুপের ৫ম বার্ষিক ক্যাম্প, ৬ষ্ঠ দীক্ষা অনুষ্ঠান ও ৪র্থ ব্যাজ প্রদান অনুষ্ঠান ২০২৫। ৩০ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত চলা এ ক্যাম্পে নবাগত স্কাউট সদস্যরা আনুষ্ঠানিকভাবে স্কাউট আন্দোলনে যুক্ত হন। শনিবার (১ নভেম্বর) নবাগত স্কাউটদের দীক্ষা দেন স্কাউট লিডার মোঃ রাকিব হাসান শিপু, পিএস, পিআরএস এবং রোভার সদস্যদের দীক্ষা দেন রোভার স্কাউট লিডার মোঃ সাইদুল ইসলাম, পিআরএস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক ও বাংলাদেশ স্কাউটসের কোষাধ্যক্ষ প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল, নির্বাহী পরিচালক মোঃ শামসুল হক, উপ-পরিচালক মোঃ মসিউর রহমান, সহকারী পরিচালক কাজী নাসির আহমেদ প্রমুখ। আরবিএম স্কাউট গ্রুপের সভাপতি ও খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আবু নাসার উদ্দিন, এএলটি বলেন, “স্কাউটিং তরুণদের আত্মনির্ভরশীল ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলে।” ক্যাম্পে হাইকিং, বনকলা, তাঁবু জলসা, দড়ির কাজ, প্রাথমিক চিকিৎসা ও পাত্রবিহীন রান্নাসহ নানা প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।  | 
		
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ | 
