|
দেশীয় অস্ত্র, গাঁজাসহ বাসন থানা বিএনপির সভাপতি'র ভাই-ভাতিজা গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
|
![]() দেশীয় অস্ত্র, গাঁজাসহ বাসন থানা বিএনপির সভাপতি'র ভাই-ভাতিজা গ্রেফতার আটককৃত ব্যক্তিরা হলেন— মহানগরীর বাসন থানা বিএনপি'র সভাপতি তানভীর সিরাজের ভাই মো. তসলিম সিরাজ (৫৪) ও ভাতিজা মো. মুশফিক তসলিম (২৭)। গ্রেপ্তারকালীন তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য গাঁজা। অভিযানটি পরিচালিত হয় মহানগরীর বাসন থানার ১৩ নম্বর ওয়ার্ডের নাওজোর এলাকার বিএনপি নেতা তানভীর সিরাজের ভাই মো. তসলিম সিরাজের বাড়িতে। অভিযান শেষে বৃহস্পতিবার (৩০অক্টোবর) সকালে গাজীপুর সেনা ক্যাম্পের পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয় গণমাধ্যমকে। দ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাসুয়া, ৫টি রামদা, ১টি সরু রামদা, ২৭টি নকল ডায়মন্ড (অস্ত্র ধারালো করার নানা উপকরণ)। এছাড়াও উদ্ধার করা হয়েছে প্রায় ৫০ গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা। আটক মো. তসলিম সিরাজ (৫৪) নাওজোর এলাকার মৃত হাজী সিরাজুল ইসলামের ছেলে। অপর আটক ব্যক্তি মো. মুশফিক তসলিম (২৭) তার ছেলে। দুজনই গাজীপুর মহানগর বাসন থানা বিএনপি'র সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজা। অভিযান শেষে যৌথ বাহিনী আটক তসলিম সিরাজ ও তার পুত্র মুশফিক তসলিমকে গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় হস্তান্তর করার বিষয়েও নিশ্চিত করেন। এ বিষয়ে জিএমপির বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন খান জানান,“যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ আটক পিতা-পুত্রকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
