ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৯ নভেম্বর ২০২৫ ২৩ কার্তিক ১৪৩২
দেশীয় অস্ত্র, গাঁজাসহ বাসন থানা বিএনপির সভাপতি'র ভাই-ভাতিজা গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 30 October, 2025, 1:43 PM

দেশীয় অস্ত্র, গাঁজাসহ বাসন থানা বিএনপির সভাপতি'র ভাই-ভাতিজা গ্রেফতার

দেশীয় অস্ত্র, গাঁজাসহ বাসন থানা বিএনপির সভাপতি'র ভাই-ভাতিজা গ্রেফতার

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য গাঁজাসহ বিএনপি নেতার ভাই-ভাতিজাকে আটক করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দিবাগত রাত পৌনে ৩টা থেকে ভোর পৌনে ৫টা পর্যন্ত গাজীপুর আর্মি ক্যাম্প (১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি) এর নেতৃত্বে যৌথ বাহিনী'র সদস্যরা অভিযানটি পরিচালনা করেন।

আটককৃত ব্যক্তিরা হলেন— মহানগরীর বাসন থানা বিএনপি'র সভাপতি তানভীর সিরাজের ভাই মো. তসলিম সিরাজ (৫৪) ও ভাতিজা মো. মুশফিক তসলিম (২৭)। গ্রেপ্তারকালীন তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য গাঁজা।

অভিযানটি পরিচালিত হয় মহানগরীর বাসন থানার ১৩ নম্বর ওয়ার্ডের নাওজোর এলাকার বিএনপি নেতা তানভীর সিরাজের ভাই মো. তসলিম সিরাজের বাড়িতে। অভিযান শেষে বৃহস্পতিবার (৩০অক্টোবর) সকালে গাজীপুর সেনা ক্যাম্পের পক্ষ থেকে এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয় গণমাধ্যমকে।

দ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে—৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাসুয়া, ৫টি রামদা, ১টি সরু রামদা, ২৭টি নকল ডায়মন্ড (অস্ত্র ধারালো করার নানা উপকরণ)। এছাড়াও উদ্ধার করা হয়েছে প্রায় ৫০ গ্রাম নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা।

আটক মো. তসলিম সিরাজ (৫৪) নাওজোর এলাকার মৃত হাজী সিরাজুল ইসলামের ছেলে। অপর আটক ব্যক্তি মো. মুশফিক তসলিম (২৭) তার ছেলে। দুজনই গাজীপুর মহানগর বাসন থানা বিএনপি'র সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজা।

অভিযান শেষে যৌথ বাহিনী আটক তসলিম সিরাজ ও তার পুত্র মুশফিক তসলিমকে গাজীপুর মহানগর পুলিশের বাসন থানায় হস্তান্তর করার বিষয়েও নিশ্চিত করেন। এ বিষয়ে জিএমপির বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন খান জানান,“যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ আটক পিতা-পুত্রকে থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status