|
বাউফলে অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
মোঃ আল আমিন আকন
|
![]() বাউফলে অবৈধ যানবাহন চলাচল বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১টার দিকে বাউফল সরকারি কলেজের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি শুরু হয়। এ সময় শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিক আমি বাঁচার অধিকার চাই, রাষ্ট্র নিরাপত্তা দাও, অবৈধ যান বন্ধ কর, নিরাপদ সড়ক চাই ইত্যাদি স্লোগানে বাউফল কলেজ রোড মুখরিত করে তোলেন। বিক্ষোভে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে বাউফল পৌর শহরসহ উপজেলার বিভিন্ন সড়কে অবৈধ মাহেন্দ্রা ও ট্রলি চলাচল করছে। এসব যানবাহনের কারণে সড়কে নৈরাজ্য সৃষ্টি হচ্ছে এবং দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। তারা অভিযোগ করেন, প্রশাসনের নীরব ভূমিকায় সাধারণ মানুষ প্রতিদিন দুর্ঘটনার ঝুঁকিতে জীবন যাপন করছে। এক শিক্ষার্থী বলেন, প্রতিদিন কলেজে আসার সময় আমরা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করি। এসব অবৈধ যানবাহন বন্ধ না হলে সড়কে মৃত্যুর মিছিল থামবে না। আরেকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের সন্তানদের নিরাপদে বিদ্যালয়ে পাঠাতে ভয় লাগে। প্রশাসন যদি এখনই ব্যবস্থা না নেয়, তবে আন্দোলন আরও কঠোর হবে। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ গেট থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এবং প্রধান সড়ক অবরোধ করে প্রায় এক ঘন্টা যাবৎ যানবাহন চলাচল বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। স্থানীয় সচেতন মহল প্রশাসনের প্রতি অবিলম্বে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে বাউফলের সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা ফিরে আসে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
