ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৬ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
ময়মনসিংহে পৈত্রিক সম্পত্তি বে-দখলের অ‌ভি‌যো‌গে আদাল‌তে মামলা !
মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, ময়মনসিংহ
প্রকাশ: Monday, 20 October, 2025, 5:55 PM

ময়মনসিংহে পৈত্রিক সম্পত্তি বে-দখলের অ‌ভি‌যো‌গে আদাল‌তে মামলা !

ময়মনসিংহে পৈত্রিক সম্পত্তি বে-দখলের অ‌ভি‌যো‌গে আদাল‌তে মামলা !

ময়মনসিংহ সদরের আকুয়া দক্ষিণ পাড়া এলাকার  নিরীহ এক পরিবার এর সদস্যরা পৈতৃক ভিটা-জায়গা বে- দখল হয়ে যাওয়ার পায়তারায় ভুক্তভোগী  মোঃ শহীদুল্লাহ আকন্দ  বাদী হয়ে মামুন মিয়া(৩৫) মতিন মিয়া(৩৩) উভয় পিতা মৃত আব্দুর রহিম, মমতাজ বেগম (৫৫) স্বামী মৃত আব্দুর রহিম, সজল(২৫), সজিব(২০)উভয় পিতা নুরুল ইসলাম ফইজ্জা,আল আমিন(৬০),পিতা কালু মিয়া, রায়হান(৩২) পিতা আব্দুল রহিম মিস্ত্রি  কে অভিযুক্ত করে। 

 ময়মনসিংহের বিজ্ঞ  অতিরিক্ত জেলা ম্যাজি: আদালতে ফৌঃ কাঃ বিঃ  ১৪৫ ধারায়.মামলা নং - ১০৫২/২০২৫ খ্রী. মামলা করেন। 

মামলার পিটিশন থেকে জানা যায়,  প্রতিপক্ষের লোকজন দীর্ঘদিন যাবত বিভিন্ন কৌশলে শহীদুল্লাহ্ আকন্দের স্বত্ব দখলীয় পৈতৃক ভূমি জোর পূর্বক দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। এ নিয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায়। 

 গত ২৬/০৭/২০২৫  ইং  তারিখ শনিবার রাতে প্রতিপক্ষের লোকজন সহ আরো অজ্ঞাত  নামা সন্ত্রাসী সহযোগে মারাত্মক দেশীয় অস্ত্রপাতি নিয়া আতঙ্ক সৃষ্টি করে বিরোধ সম্পন্ন ভূমিতে অনধিকার প্রবেশ করে জোরামূলে ভূমি দখল করে খুটি ঘারে এবং ঘর নির্মাণ করার জন্য ইট,বালু,রড,সিমেন্ট এনে স্তুপ করে রাখে। 

এসময়  বাদী মোঃ শহীদুল্লাহ্ র ডাক চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে  মামলায় উল্লেখিত  বিবাদীরা  লোকজনের প্রবল বাধার মুখে ব্যর্থ হয়ে যাওয়ার সময় প্রতিপক্ষ  হুমকী দেয় যে, তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে না নিলে সময় ও সুযোগ মত পাইলে তাকে খুন করে লাশ গুম করে মামলা করার স্বাদ মিটিয়ে দিবে । এমনকি শহীদুল্লাহ ও তার পরিবারের লোকজনদেরকে বিভিন্ন মিথ্যা মামলা/মোকদ্দমা দিয়া জেল হাজত খাটিয়ে দেশ ছাড়া করে ফেলবে, বাড়ী ঘর আগুন দিয়া পুড়িয়ে দিবে। নিজেরাই অঘটন ঘটিয়ে  ফাসিঁয়ে দিবে। 

এ বিষয়ে মামলার বাদী মোঃ শহীদুল্লাহ আকন্দ বলেন, ময়মনসিংহ সদরের আকুয়া দক্ষিণ পাড়া এলাকার আকুয়া মৌজাস্থিত, জে,এল,নং১০৪, খতিয়ান নং -এস.এ-৮৪৪,বি.আর. এস-৩৮৯৯, দাগ নং-সাবেক-৩৬৫১,হাল-৬৬৬৩ হাল- ৬৬৬৪, শ্রেণী-বাড়ী,পুকুর, জমির পরিমাণ- ০৯শতাংশ ৭৫ অযুতাংশ ভূমি অভিযোগে উল্লেখিত স্থানীয় প্রভাবশালী চক্র টি দীর্ঘদিন যাবত এ জমিটি জোর পূর্বক দখল করে নিতে মরিয়া হয়ে উঠেছে। উক্ত ভূমিতে বাদীর দীর্ঘদিন এর দখল পৌর ট্যাক্স, গ্যাস লাইন ও বিদুৎ সংযোগ সহ সম্পূর্ণ বৈধতা নিয়ে দখলে আছে।

এ বিষয়ে বিবাদীগন বাদীর স্বত্ত অস্বীকার করায় এরই প্রেক্ষিতে, জেলা ময়মনসিংহের বিজ্ঞ ১ম যুগ্ম জেলা জজ আদালতে মোকদ্দমা নং-৩২৭/২০২৫ অন্য প্রকার মামলা চলমান থাকা অবস্থায় অভিযুক্তরা  শহীদুল্লাহ আকন্দ এর স্বত্ব দখলীয় সম্পত্তিতে. ০০৩৫ অযুতাংশ জমি নিজেদের দাবী করে পূর্ব, পশ্চিমে ১৭"-৬" এবং উত্তর, দক্ষিণে ৮" ১০"  করে স্থাপনা হিসাবে একটি ছাপড়া ঘর  তৈরি করে। শহীদুল্লাহ আকন্দ  আরও বলেন, তাহার দাদী মৃত্যুর আগে তার চাচা ইয়াকুব আলী মৃত্যু বরণ করায় ইয়াকুব আলীর প্রাপ্ত হিস্যার অংশীদার হন শহীদুল্লাহ আকন্দ এর দাদী হালিমন বেওয়া। যা প্রতিপক্ষের লোকজন মানতে নারাজ। দ্বন্দ্বের সূত্রপাত।

আদালতে বাদীর দাবির বিপরীতে বিবাদীরা আইনের শাসন কায়েম এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল না থেকে আদালত কে উপেক্ষা করে বাদী এবং তার পূর্ববর্তী বাপ দাদার শত বছরের অধিক সময় ধরে দখলে থাকা পৈতৃক ভূমি বিবাদীরা নিজেদের সম্পদ দাবী করে দখল করে নিতে চেষ্টা অব্যহত রেখেছে  । এ বিষয়ে বিবাদীদের বক্তব্য জানতে সরজমিনে গিয়ে কাউকে পাওয়া যায় নি।

স্থানীয় এলাকাবাসী জানান,  প্রতিপক্ষ সকল দিক দিয়ে শক্তিশালী হওয়ায় নিরীহ মোঃ শহীদুল্লাহ আকন্দ'র পরিবার অসহায় হয়ে পরেছে। বিষয় টি নিয়ে আদালতে মামলা চলমান অবস্থায় ভূমি খেঁকো চক্রটি যেন আইন শৃঙ্খলার বিঘ্ন ঘটাতে না পারে এবং বিরোধ পূর্ণ ভূমিতে কিছু করতে না পারে এ বিষয়ে বিজ্ঞ আদালতের প্রতি সু বিচারের দাবি জানিয়েছেন আইনের প্রতি শ্রদ্ধাশীল ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় এলাকাবাসী।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status