|
‘দ্য তাজ স্টোরি’তে তাজমহল ডিএনএ টেস্ট চাইলেন পরেশ রাওয়াল
নতুন সময় প্রতিবেদক
|
![]() ‘দ্য তাজ স্টোরি’তে তাজমহল ডিএনএ টেস্ট চাইলেন পরেশ রাওয়াল ভারতে দীর্ঘদিন ধরেই তাজমহলকে কেন্দ্র করে নানা বিতর্ক ও তত্ত্ব রয়েছে। কিছু হিন্দুত্ববাদী গোষ্ঠী দাবি করে, তাজমহল আসলে ছিল একটি প্রাচীন হিন্দু মন্দির ‘তেজো মহলয়া’, যা পরবর্তীতে মুঘল সম্রাট শাহজাহান মুমতাজ মহলের স্মৃতিতে রূপান্তরিত করেন। সিনেমাটির ট্রেলার প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় এই ডিএনএ টেস্টের ধারণাকে নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেকে এটিকে হিন্দুত্ববাদী প্রচারণা হিসেবে দেখছেন। ‘দ্য তাজ স্টোরি’ মুক্তি পাচ্ছে ৩১ অক্টোবর। সিনেমাটিতে পরেশ রাওয়ালের সঙ্গে রয়েছেন জাকির হুসেইন, অম্রুতা খানবিলকর, স্নেহা ওয়াঘ ও নমিত দাস।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
