|
সেনবাগে মধু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মসজিদের খতিবের মৃত্যু
মোঃ ইব্রাহিম, সেনবাগ
|
![]() সেনবাগে মধু পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মসজিদের খতিবের মৃত্যু নিহত মাওলানা মো: নিজাম উদ্দিন দীর্ঘ ১৬/১৭ বছর যাবত মিন্নাত আলী ব্যাপারি বাড়ি জামে মসজিদের খবিত হিসেবে দায়িত্বরত ছিলেন, তার ২ ছেলে ও একটি কন্যা সন্তান রযেছে। তার আর্কস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খাজুরিয়া ৩ নং ওয়ার্ড মেম্বার মো: নিজাম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত মাওলানা নিজাম উদ্দিন রবিবার দুপুর সাড়ে তিনটার দিকে মধু সংগ্রহ ( পাড়ার) খাজুরিয়া আবদুল মন্নান মিয়ার বাড়িতে একটি গাছে ওঠে। এসময় আর্ষস্মিক ভাবে গাছের শুকনা ডালটি ভেঙ্গে পুকুর পাড়ে ইটের ঘাটলার ওপর পড়ে এসময় ঘটনাস্থলেই তিনি মুত্যু বরন করে। যোগাযোগ করলে সেনবাগ থানার অফিসার ইনচার্জ ওসি এসএম মিজানুর রহমানের মুঠোফোনে কল দিলে ফোনটি রিসিভ করেন ডিউটি অফিসার। তিনি জানান বিষয়টি কেউ থানার অবহিত করনী। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
