|
দীপেন দেওয়ানের নেতৃত্বে মৈদংয়ে পথসভা ও গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া
নোমাইনুল ইসলাম, বাঘাইছড়ি
|
![]() দীপেন দেওয়ানের নেতৃত্বে মৈদংয়ে পথসভা ও গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক সাড়া ১২ অক্টোবর রবিবার সকাল ১০টায় শীলছড়ি বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি দীপেন দেওয়ান লিফলেট বিতরণ ও সভার মাধ্যমে ৩১ দফার প্রাসঙ্গিকতা তুলে ধরেন। বিকেল ৫টায় ফকিরাছড়ি বাজারে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হয়, যা স্থানীয় জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। প্রধান অতিথি সভায় বলেন, “রাষ্ট্র গঠনে ৩১ দফা বাস্তবায়িত হলে সাধারণ মানুষের জীবনযাত্রা উন্নত হবে। স্থানীয় প্রশাসন ও সরকারি সেবা জনগণের নিকট পৌঁছাবে। এই দফাগুলো শুধুমাত্র রাজনৈতিক বিষয় নয়, বরং দেশের সার্বিক উন্নয়ন ও ন্যায্যতা নিশ্চিত করার একটি স্বচ্ছ নীতি। জনগণ সচেতন হলে উন্নয়ন ও গণতন্ত্র দুইই সুদৃঢ় হবে।” তিনি আরও বলেন, “জনগণকে ক্ষমতাসীনদের একপাক্ষিক সিদ্ধান্তের বাইরে এসে তাদের অধিকার ও সুযোগ সম্পর্কে জানাতে হবে। এই লিফলেট বিতরণ ও পথসভা সেই সচেতনতার অংশ।” জুরাছড়ি উপজেলা বিএনপির সভাপতি বাবু অনিল বরন চাকমা সভাপতিত্বে, আরো উপস্থিত ছিলেন, মিসেস মৈত্রী চাকমা, ৮ম জাতীয় সংসদ নির্বাচনের ২৯৯ নং সংসদীয় আসনের ধানের শীষ মনোনীত প্রার্থী। আরো উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, রাঙামাটি সদর উপজেলা বিএনপির নেতা রাসেল দেওয়ান, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাহুল চাকমা, ছাত্রনেতা সাদন বিকাশ চাকমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সাদন চাকমা ও সাংগঠনিক সম্পাদক রিপন জ্যোতি চাকমা অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এছাড়া, উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। শীলছড়ি বাজারে সকাল ১০টায় ও ফকিরাছড়ি বাজারে বিকেল ৫টায় অনুষ্ঠিত সভা ও লিফলেট বিতরণ কার্যক্রমে সাধারণ মানুষ ব্যাপক উপস্থিতি ও উৎসাহ প্রদর্শন করেন। উক্ত সভায় স্থানীয় নেতৃবৃন্দ যেমন মঙ্গল কুমার চাকমা (উপজেলা বিএনপি সভাপতি) এবং প্রমেশ কান্তি তঞ্চঙ্গ্যা (সাধারণ সম্পাদক) উপস্থিত থেকে সমর্থন জানান। ফকিরাছড়ি বাজারে সভার আয়োজন করেন বাজার চৌধুরী ও হেডম্যান সম্রাট চাকমা। প্রতিটি পথসভা ও গণসংযোগ কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হয় এবং স্থানীয় মানুষের মধ্যে বিএনপির ৩১ দফা ও রাজনৈতিক কার্যক্রমের গুরুত্ব সম্পর্কে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
