ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৫ নভেম্বর ২০২৫ ২০ কার্তিক ১৪৩২
গাজীপুরে সাবেক প্রকৌশলীর হাসান আলীর বিপুল সম্পদ বাজেয়াপ্তের জন্য দুদকে আবেদন
রেজাউল করিম মজুমদার, গাজীপুর
প্রকাশ: Monday, 13 October, 2025, 11:21 AM

গাজীপুরে সাবেক প্রকৌশলীর হাসান আলীর বিপুল সম্পদ বাজেয়াপ্তের জন্য দুদকে আবেদন

গাজীপুরে সাবেক প্রকৌশলীর হাসান আলীর বিপুল সম্পদ বাজেয়াপ্তের জন্য দুদকে আবেদন

ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি)-এর নির্বাহী প্রকৌশলী (অব.) মোঃ হাসান আলীর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করা হয়েছে। অভিযোগকারী গাজীপুরের নাগরিক মোঃ শাহজাহান খান দুদকের চেয়ারম্যানের নিকট আবেদন করে এসব অবৈধ সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আহ্বান জানিয়েছেন। অভিযোগে বলা হয়, গাজীপুরের দক্ষিণ আউচপাড়া এলাকার স্থায়ী বাসিন্দা হাসান আলী বিদ্যুৎ বিভাগে চাকরির শুরু করেছিলেন মাত্র ৯০০ টাকা বেতনে। কিন্তু অবসরের পর তিনি প্রায় ৪০ কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এছাড়াও ঘুষ, কমিশন, টেন্ডার বাণিজ্য ও অবৈধ প্রভাব খাটিয়ে তিনি এবং তার পরিবারের সদস্যরা একাধিক বাড়ী, মার্কেট ও জমি ক্রয় করেছেন, যার বেশিরভাগই গাজীপুর ও টঙ্গী এলাকায় অবস্থিত। অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ডে প্রায় ১৩ কাঠা জমির ওপর দুইতলা ভবনসহ টিনশেড বাড়ী ও খালি জমি রয়েছে, টঙ্গীর আউচপাড়া এলাকায় চেরাগ আলী মাদবর রোডে ৭তলা বিশাল ভবন (অনুমোদন ছিল ৪ তলার), পাশেই হাসনে হেনা ভিলা নামের পাঁচতলা বাড়ী এবং আরও কয়েক কাঠা খালি জমি, টঙ্গী পাইলট স্কুল মার্কেটে রয়েছে একটি দোকান।

গাজীপুর জেলার শ্রীপুরে আদিল সুপার মার্কেট নামের ৪ কাঠার ওপর মার্কেটসহ ১ বিঘা জমি, গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে তাঁর নিজ নামে ৪ বিঘা জমি, ছেলের নামে ৬ কাঠা, মেয়েদের নামে ১০ কাঠা জমি রয়েছে, গাজীপুর মধ্যপাড়ায় ৬ কাঠা জমিসহ টিনশেড বাড়ী, মাওনা চৌরাস্তা (কেওয়া মৌজা) এলাকায় আদেল সুপার মার্কেট নামে আরেকটি মার্কেট ও একই এলাকায় ছেলের নামে আরও ১.৫ বিঘা জমি রয়েছে।

সব মিলিয়ে তাঁর এবং পরিবারের সদস্যদের নামে থাকা সব সম্পত্তির বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা বলে আবেদনপত্রে দাবি করা হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, এসব সম্পদের বর্তমান বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা, যা তাঁর বৈধ আয়ের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি দুদক আইন, ২০০৪ অনুযায়ী তদন্ত, সম্পদ জব্দ ও সুষ্ঠু অনুসন্ধান পরিচালনার দাবি জানান। তবে এসব বিষয়ে দুদকের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status