|
গাজীপুরে সাবেক প্রকৌশলীর হাসান আলীর বিপুল সম্পদ বাজেয়াপ্তের জন্য দুদকে আবেদন
রেজাউল করিম মজুমদার, গাজীপুর
|
![]() গাজীপুরে সাবেক প্রকৌশলীর হাসান আলীর বিপুল সম্পদ বাজেয়াপ্তের জন্য দুদকে আবেদন এছাড়াও ঘুষ, কমিশন, টেন্ডার বাণিজ্য ও অবৈধ প্রভাব খাটিয়ে তিনি এবং তার পরিবারের সদস্যরা একাধিক বাড়ী, মার্কেট ও জমি ক্রয় করেছেন, যার বেশিরভাগই গাজীপুর ও টঙ্গী এলাকায় অবস্থিত। অভিযোগ সূত্রে জানা যায়, গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ডে প্রায় ১৩ কাঠা জমির ওপর দুইতলা ভবনসহ টিনশেড বাড়ী ও খালি জমি রয়েছে, টঙ্গীর আউচপাড়া এলাকায় চেরাগ আলী মাদবর রোডে ৭তলা বিশাল ভবন (অনুমোদন ছিল ৪ তলার), পাশেই হাসনে হেনা ভিলা নামের পাঁচতলা বাড়ী এবং আরও কয়েক কাঠা খালি জমি, টঙ্গী পাইলট স্কুল মার্কেটে রয়েছে একটি দোকান। গাজীপুর জেলার শ্রীপুরে আদিল সুপার মার্কেট নামের ৪ কাঠার ওপর মার্কেটসহ ১ বিঘা জমি, গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামে তাঁর নিজ নামে ৪ বিঘা জমি, ছেলের নামে ৬ কাঠা, মেয়েদের নামে ১০ কাঠা জমি রয়েছে, গাজীপুর মধ্যপাড়ায় ৬ কাঠা জমিসহ টিনশেড বাড়ী, মাওনা চৌরাস্তা (কেওয়া মৌজা) এলাকায় আদেল সুপার মার্কেট নামে আরেকটি মার্কেট ও একই এলাকায় ছেলের নামে আরও ১.৫ বিঘা জমি রয়েছে। সব মিলিয়ে তাঁর এবং পরিবারের সদস্যদের নামে থাকা সব সম্পত্তির বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা বলে আবেদনপত্রে দাবি করা হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, এসব সম্পদের বর্তমান বাজারমূল্য প্রায় ৪০ কোটি টাকা, যা তাঁর বৈধ আয়ের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি দুদক আইন, ২০০৪ অনুযায়ী তদন্ত, সম্পদ জব্দ ও সুষ্ঠু অনুসন্ধান পরিচালনার দাবি জানান। তবে এসব বিষয়ে দুদকের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল
ডা. শহিদুলকে মনোনয়ন না দেওয়ায় দ্বিতীয় দিনের মতো উত্তাল সাতক্ষীরা-৩
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: ওমর আলী
যার হাতে ধানের শীষ, তার হয়েই কাজ করবো বাউফলে বিএনপি নেতা লেলিনের ঐক্যের আহ্বান
