বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা
মো.আমিনুল ইসলাম, দশমিনা
|
![]() বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা উপজেলা প্রশাসন এর অয়োজনে এবং জেলা প্রাথমিক, মাধ্যমিক শিক্ষা ও কারিগরি শিক্ষা পরিবারের আয়োজনে সকাল ১১ ঘটিকায় উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। পরে উপজোলা পরিষদ কনফারেন্স হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান। এ সময় আরো উপস্থিত ছিলেন কলেজ, মাধ্যমিক, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা গন। ![]() বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা প্রধান অতিথি তার সমাপনী বক্তব্যে বলেন, শিক্ষক জাতির মেরুদন্ড। শিক্ষকদের সর্বোচ্চ সন্মানে আসিন করার জন্য রাস্ট্র সর্বদা কাজ করে যাচ্ছেন। শিক্ষার মান উন্নয়ে শিক্ষকদের দক্ষ করে গড়ে তোলার জন্য শিক্ষকদের প্রশিক্ষন ও মেধাসম্পন্ন শিক্ষক এনটিআরসি নিয়োগ দিচ্ছে। শিক্ষকদের অনুরোধ করে বলেন পুথিগত শিক্ষায় শিক্ষার্থীদের মেধা বিকাশ সম্বাবনা তাদের কারিগরি ও বাস্তব প্রশিক্ষনের আওতায় পাটদানের ব্যবস্থা গ্রহন করা দরকার। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |