চাঁপাইনবাবগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের ওরিয়েন্টেশন কর্মশালা
এস এম সাখাওয়াত জামিল দোলন
|
![]() চাঁপাইনবাবগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের ওরিয়েন্টেশন কর্মশালা এ সময় কর্মশালায় জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মণের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন। কর্মশালায় জানানো হয় টাইফয়েড একটি পানি বাহিত রোগ। আর তাই ভবিষ্যত প্রজন্মকে টাইফয়েড থেকে রক্ষার্থে আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী পরিচালিত টিকাদান কর্মসূচী চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সেন্টারে অনুষ্ঠিত হবে। এ সময় ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিক্ষার্থীকে এক ডোজ করে টিকা গ্রহণের অনুরোধ জানানো হয়। ওরিয়েন্টেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. সুমন। এ সময় গণ যোগাযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরী ও প্রশিক্ষণ) অনসুয়া বড়–য়া ভার্চুয়ালী যোগদান করে টাইফয়েড রোগ সম্পর্কে আলোচনা করে শিশুদের এ সংক্রান্ত টিকা গ্রহণে অভিভাবকদের এগিয়ে আসার পরামর্শ প্রদাণ করেন। কর্মশালায় অন্যান্যের মধ্যে ইসলামি ফাউন্ডেশনের ডিডি গোলাম মোস্তফা, পৌর প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ ও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারাসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। ### |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |