বিজিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ হিজরা আটক
রফিক মাহমুদ, উখিয়া
|
![]() বিজিবি’র অভিযানে ইয়াবাসহ ৩ হিজরা আটক বুধবার (০১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধীনস্থ রেজুখাল চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় ইয়াবাগুলো উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, সিএনজি অটোরিকশায় থাকা তিন যাত্রীর শরীরে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ইয়াবাগুলো পাওয়া যায়। এসময় পাচারের কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোনও জব্দ করা হয়। আটককৃতরা হলো—টেকনাফ কায়ুকখালী এলাকার সব্বির আহমেদ ছেলে মো. জুবাইর (৫০), বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা নুরুল আলমের ছেলে মোহাম্মদ জোবাইর (২৮) ও লেদা রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা সৈয়দ আহমেদের মেয়ে ললিতা (৪০)। কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, “বিজিবির নিয়মিত মাদক ও চোরাচালান প্রতিরোধের অংশ হিসেবে রেজুখাল ব্রিজ চেকপোস্টে তল্লাশির সময় ইয়াবাসহ তিন হিজরা আটক হয়।” আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |