ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১২ আশ্বিন ১৪৩২
৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের সভায় নেওয়া হলো ৫ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 27 September, 2025, 10:56 AM

৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের সভায় নেওয়া হলো ৫ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের সভায় নেওয়া হলো ৫ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

৩০তম বিসিএস সাধারণ শিক্ষা ফোরামের এক সাধারণ সভা শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকাল ৪টায় নায়েম ক্যাফেটেরিয়ায় সশরীরে এবং জুম লিংকের মাধ্যমে অনলাইনে একযোগে অনুষ্ঠিত হয়েছে। সভায় সশরীরে ৩১ জন এবং অনলাইনে ৩৭ জনসহ মোট ৬৮ জন সদস্য অংশ নেন।

আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। 

প্রধান সিদ্ধান্তগুলো হলো:

১. ফোরামের একটি এডহক/অন্তর্বর্তী কমিটি গঠন করা হবে। এর মেয়াদ আগামী ৩০ এপ্রিল ২০২৬ পর্যন্ত বহাল থাকবে। এ সময়ের মধ্যে নতুন নির্বাচন কমিশনের মাধ্যমে স্থায়ী কমিটি গঠনের ব্যবস্থা করা হবে। জরুরি পরিস্থিতিতে এডহক কমিটির মেয়াদ সর্বোচ্চ দুই মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে। এরপরও সমস্যা দেখা দিলে সাধারণ সভার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে।

২. এডহক কমিটির আহ্বায়ক পদে একমাত্র প্রস্তাবিত নাম জনাব মো. ইমরান আলী, সহকারী পরিচালক (মাউশি), সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। তিনি আহ্বায়ক নির্বাচিত হন।

৩. সদস্য সচিব পদে তিনজনের নাম প্রস্তাব করা হলেও ব্যানবেইস-এর সহকারী পরিচালক জনাব মামুন শাহরিয়ার (রিগ্যান) সংখ্যাগরিষ্ঠ সমর্থন লাভ করে নির্বাচিত হন।

৪. আহ্বায়ক এবং সদস্য সচিব দ্রুততম সময়ে এডহক/অন্তর্বর্তী কমিটির বাকি সদস্যদের নাম ঘোষণা করবেন।

৫. নতুন এডহক কমিটি গঠনের সঙ্গে সঙ্গে বর্তমান নির্বাচন কমিশন বিলুপ্ত ঘোষণা করা হয়।     

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status