প্রভার সতর্ক বার্তা, ‘এগুলো মোটেও আমার নয়’
নতুন সময় প্রতিবেদক
|
![]() প্রভার সতর্ক বার্তা, ‘এগুলো মোটেও আমার নয়’ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ফেসবুক লাইভে ভক্তদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন এ অভিনেত্রী। সে সময় এক দর্শক তাকে জানান, তার ছবি ব্যবহার করে একাধিক ভুয়া প্রোফাইল চালানো হচ্ছে। এ বিষয়ে প্রভা বলেন, ‘হ্যাঁ, অনেকগুলো ফেক আইডি দেখেছি। এমনকি আমার ছবিসহ পোস্ট দিয়ে লেখা হচ্ছে, আইডির রিচ কমে গেছে, সবাই কমেন্টে সাড়া দিন। এগুলো মোটেও আমার নয়।’ ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘আপনাদের কি কোনো যোগ্যতা নেই যে, আমার ছবি বা কাজ দিয়ে ফেক করতে হবে? আল্লাহ সবাইকে কোনো না কোনো গুণ দিয়ে পাঠিয়েছেন, সেটা কাজে লাগান। কিন্তু, এসব নকল প্রোফাইল বন্ধ করুন।’ প্রভা সবাইকে সতর্ক করেন, তার নামে খোলা কোনো ভুয়া আইডি থেকে রাজনৈতিক মন্তব্য, দেশবিরোধী লেখা বা অর্থ দাবি করা হলে তা যেন কেউ বিশ্বাস না করেন। প্রভার ভাষায়, ‘আমার নামের প্রোফাইল ব্যবহার করে যদি কেউ এমন কিছু করে, সেটা আমি নই। দয়া করে, বিচার করবেন না।’ শেষে প্রভা ভক্তদের অনুরোধ করেন, ভুয়া প্রোফাইল দেখলে যেন তা রিপোর্ট করা হয় এবং শুধু তার ভেরিফায়েড আইডি বা অফিসিয়াল পেজের সঙ্গেই যোগাযোগ রাখা হয়।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |