|
মাধবপুরে গাঁজাসহ তিন মাদক পাচারকারী গ্রেফতার
আনিসুর রহমান, মাধবপুর
|
![]() মাধবপুরে গাঁজাসহ তিন মাদক পাচারকারী গ্রেফতার এসময় মাদক পাচার কাজে ব্যাবহৃত একটি নোহা গাড়ি জব্দ করা হয়। ধৃত ব্যাক্তিরা হলো, নওগাঁ জেলার সদর উপজেলার বোয়ালিয়াপার গ্রামের মনছুর মন্ডল এর পুত্র রিপন মন্ডল (২৮),একই উপজেলার আনন্দ নগর গ্রামের মো: দুলাল সরদার এর পুত্র হৃদয় সরদার (২৫) ও চকপোশা চৌধুরীপাড়া গ্রামের মৃত শমসের সরদার এর পুত্র শিমুল সরদার (২৪)। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে। মাদক নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।## |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
