লাকসাম থেকে হারিয়ে যাওয়ার ৮দিনেও কিশোর সজনের সন্ধান মিলেনি
শারমিন সুলতানা, লাকসাম
|
![]() লাকসাম থেকে হারিয়ে যাওয়ার ৮দিনেও কিশোর সজনের সন্ধান মিলেনি নিখোঁজ সজন পরিবার জানায়, গত ১৯ জুন কিশোর সজন লাকসাম বাইপাস থেকে নিখোঁজ হয়। তার উচ্চতা ৫ফুট, গায়ের রং উজ্জ্বল শ্যাম বর্ণ। হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল ব্লু কালারের টি-শার্ট ও ব্লু কালারের জিন্স প্যান্ট। তারা আরও জানায়, হারিয়ে যাওয়ার পর থেকে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাইনি। তাকে না পেয়ে আমরা চরম দুশ্চিন্তায় আছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তার সন্ধান নিশ্চিত করবে বলে আমরা প্রত্যাশা করি। লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা এ বিষয়ে সাধারণ ডায়েরী করার বিষয়টি নিশ্চিত করে বলেন, হারিয়ে যাওয়া কিশোরের সন্ধান নিশ্চিতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে। |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |