ভূরুঙ্গামারীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে ঘটনা স্থলে গিয়ে দেখা যায়, পাথরডুবী ইউনিয়নের থানাঘাট বাজার সংলগ্ন ফুলকুমার নদী থেকে প্রকাশ্যে পাইপ লাইন সমৃদ্ধ অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছে পাথরডুবি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউসুফ আলী খন্দকার। ![]() ভূরুঙ্গামারীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা আহ্বায়ক রোকনুজ্জামান রোকন বলেন, অবৈধ ড্রেজার দিয়ে ফুলকুমার নদী থেকে বালু উত্তোলন করায় থানাঘাট নতুন হাটসেড, নদীপাড়ের বাড়িঘর ভাঙনের হুমকিতে পড়েছে। ![]() ভূরুঙ্গামারীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে পাথরডুবী ইউনিয়ন পরিষদ চেয়াারম্যান আব্দুস সবুর বলেন, বালু তোলার বিষয়টি আমার জানা নেই। উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন, বালু তোলার খবর পেয়েছি দ্রুতই আইনগত ব্যবস্থা নেয়া হাবে । |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |