তাড়াশে একই দিনে দুইজনের লাশ উদ্ধার
সাব্বির মির্জা, তাড়াশ
|
![]() তাড়াশে একই দিনে দুইজনের লাশ উদ্ধার এই দুই ঘটনায় বৃহস্পতিবার বিকালে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠিয়েছেন। জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে মাগুরা বিনোদ ইউনিয়নের নাদোসৈয়দপুর পাটগাড়ি পাড়া গ্রামের আবুল কালামের ছেলে শহিদুল ইসলাম (৩৫) গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। পারিবারিক সূত্রে জানা গেছে, ঋণ গোস্তও শারীরিক অসুস্থ । পরে রাগ অভিমানে শহিদুল ইসলাম আত্মহত্যা করেন। অপরদিকে একই দিন সকাল সাড়ে ১০ টার দিকে নওগাঁ ইউনিয়নের মহেশ রৌহালী গ্রামের আমিরুল ইসলামের স্ত্রী (৩২) সঙ্গে তার স্বামীর পারিবারিক কলহ বাধে। সকালে তার স্বামী বাজারে গেলে। পরে তার উপর অভিমান করে রিমা খাতুন গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন। এ বিষয় দুটির সত্যতা নিশ্চিত করে তাড়াশ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো জিয়াউর রহমান জানান, এ ঘটনায় পৃথক দুটি লাশ উদ্ধার করা হয়েছে।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |