সেই ব্যক্তিকে উমরা পালনের খরচ দেবেন অপু বিশ্বাস
নতুন সময় প্রতিবেদক
|
![]() সেই ব্যক্তিকে উমরা পালনের খরচ দেবেন অপু বিশ্বাস জানা যায়, রইস উদ্দিন নামের ওই ব্যক্তির বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়। এবারের কোরবানির পশুর হাটে নিজের লালন-পালন করা একটি গরু নিয়ে রাজধানীর উত্তরার দিয়াবাড়ী হাটে আসেন বিক্রি করতে। এরপর বৃহস্পতিবার (৫ জুন) ১ লাখ ২৩ হাজার টাকা দামে গরুটি হাটে বিক্রি করেন তিনি। কিন্তু সেখানেই জালিয়াতির শিকার হন। রইস উদ্দিনকে টাকার বান্ডেলে জালনোট ধরিয়ে দিয়ে যান ক্রেতা। তা তিনি টের পাওয়ার পরই পশুর হাটে কান্নায় ভেঙে পড়েন। বৃদ্ধ রইস উদ্দিনের কান্নার সেই ভিডিও চিত্রনায়িকা অপু বিশ্বাসের চোখে পড়লে তিনি রইসের পাশে দাঁড়ান। আলহাজ শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মাধ্যমে রইসের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেন, আমি ওই ভুক্তভোগী রইস চাচার জন্য উপহারের ব্যবস্থা করেছি। তাকে আমি আমার নিজ খরচে উমরা পালন করাতে চাই। তিনি বলেন, তিনি আমার বাবার বয়সী। আজকে যদি আমি তার মেয়ে হতাম তাহলে হয়তো এমন কিছুই করতাম। আমি চাই, উনি আমার সন্তান-পরিবারের জন্য দোয়া করুক, এতটুকুই।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |