|
হামলা, ভাংচুর ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন
নতুনসময় প্রতিনিধি
|
![]() হামলা, ভাংচুর ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে সংবাদ সম্মেলন ৮ই মার্চ শনিবার সকালে উপজেলার অভিজাত রেস্টুরেন্ট গ্রান্ড মাশাবি হল রুমে সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের মোস্তাক মিঞার পুত্র লোহাগাড়া সদরের ব্যবসায়ী মুহাম্মদ লোকমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার পৈতৃক বাড়িভিটা নিয়ে প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের হয়রানি করে আসছিল, কয়েক দফায় স্থানীয়ভাবে মিমাংসা করার চেষ্টা করেও ব্যর্থ হই। সম্প্রতি আমার বাড়িভিটায় একটি ছোট ঘর নির্মাণ করছিলাম, অতর্কিত সেখানে এসে তারা নির্মাণাধীন স্থাপনা ভাংচুর করে, বাধা প্রদান করায় ভাড়াটিয়া সন্ত্রাসীসহ আমাদের উপর মধ্যযুগীয় কায়দায় দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে হামলা চালায়, এতে আমার পরিবারের মহিলারাসহ বেশ কয়েকজন আহত হয়। এখনো পর্যন্ত তারা বিভিন্ন মাধ্যমে প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে, আমি এই ধরনের নারকীয় বর্বরতার সুষ্ঠু বিচার চাই। লিখিত বক্তব্যে তিনি আরও বলেন বিগত ১৭ ফেব্রুয়ারী-২৫ আমাদের পৈত্রিক ও খরিদা জায়গায় বাড়ি নিমার্ণ কাজ শুরু করি। কিন্তু প্রতিপক্ষ বদিউল আলম (৪৮) জানে আলম (৪৪),ইকবাল হোসেন (৩৪), নাহিদা সোলতানা এ্যানি(৩২)সহ অজ্ঞাত ৪/৫ জন ভাড়াটিয়া গুন্ডা বাহিনী দিয়ে ধারালো কিরিছ, চাপাতি, ছুরি, দা, লোহার রড, লাটি ও বাটাম দিয়ে আমাকে আমার মা রাবিয়া বেগম, রিফা আক্তার ও ভাগিনী কাশমিমকে গুরুতর আঘাত করে। তাদের লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাছাড়া নিমার্নাধীন বাড়ির ওয়াল ভাংচুর করে ও মালামাল লুট করে প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে। এরপর তাঁরা পরিল্পিত ভাবে আমাদের নামে ১৮/০২/২৫ ইং লোহাগাড়া থানায় মিথ্যা ভিত্তিহীন বানোয়াট একটি সাধারণ ডায়েরী করে( ৮৭৯) যেটির সাথে বাস্তব ঘটনার কোন তালমিল নেই, এমনকি ১৭ তারিখের ঘটনা ১৬ তারিখ দেখিয়ে সেখানেও মিথ্যার আশ্রয় নেওয়া হয়েছে। আমরাও আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে বিগত ০৪/০৩/২৫ ইংরেজি মাননীয় জুটিসিয়াল ম্যাজিস্ট্রেট ৬ষ্ট আদালত চট্টগ্রাম এ ভুমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৩ ধারামতে সিআর মামলা(১৩০/২৫) করি। তিনি আরও বলেন, বিগত ২৯/০৬/২০২২ ইংরেজি তারিখের আমিনের প্রতিবেদনসহ কয়েকটি প্রতিবেদনে আমাদের প্রাপ্য জায়গা এখনো আমাদের ভাগে কম রয়েছে, তবুও তারা আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়ে যাচ্ছে, ঘটনার সুষ্ঠু তদন্তসহ আমি আমার পরিবারের জানমালের নিরাপত্তা চাই। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যগনসহ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
