মাস্কের ১৩তম সন্তানের মা দাবি করলেন লেখিকা অ্যাশলে!
নতুন সময় ডেস্ক
|
![]() মাস্কের ১৩তম সন্তানের মা দাবি করলেন লেখিকা অ্যাশলে! শনিবার (১৫ ফেব্রুয়ারি) নিজের ‘এক্স’ (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক পোস্টে অ্যাশলে জানান, এতদিন সন্তানের গোপনীয়তা ও সুরক্ষার স্বার্থে তিনি বিষয়টি প্রকাশ করেননি। তবে মার্কিন ট্যাবলয়েড মিডিয়াগুলো যখন এটি প্রকাশ করার পরিকল্পনা করে, তখন তিনি নিজেই ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নেন। অ্যাশলে তার পোস্টে লিখেছেন, “পাঁচ মাস আগে আমি একটি নতুন শিশুকে পৃথিবীতে স্বাগতম জানিয়েছি। ইলন মাস্ক তার বাবা। আমি আগে এটি গোপন রেখেছিলাম আমাদের সন্তানের গোপনীয়তা এবং সুরক্ষার জন্য। কিন্তু সম্প্রতি এটা স্পষ্ট হয়েছে যে, ট্যাবলয়েড মিডিয়া বিষয়টি প্রকাশ করার পরিকল্পনা করছে, যা যেকোনো ধরনের ক্ষতি করতে পারে।” তিনি আরও লিখেছেন, “আমি চাই আমাদের সন্তান একটি সাধারণ এবং নিরাপদ পরিবেশে বেড়ে উঠুক। তাই আমি মিডিয়াকে অনুরোধ করছি, আমাদের সন্তানের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাতে এবং অতিরিক্ত অনুসন্ধানমূলক রিপোর্টিং থেকে বিরত থাকতে।” অ্যাশলে পেশায় একজন লেখিকা এবং তিনি শিশুদের জন্য ‘এলিফ্যান্টস আর নট বার্ডস’ নামে একটি বই লিখেছেন। তিনি তার রক্ষণশীল রাজনৈতিক দৃষ্টিভঙ্গির জন্যও অনলাইন জগতে পরিচিত। সাম্প্রতিক সময়ে তিনি সোশ্যাল মিডিয়ায় খোলামেলা বক্তব্য ও কঠোর রাজনৈতিক অবস্থানের কারণে ব্যাপক আলোচনায় ছিলেন। তবে অ্যাশলের এই দাবির পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার অতীত নিয়ে বিতর্ক শুরু হয়েছে। অনেকে বলছেন, তিনি যৌনতাপূর্ণ কন্টেন্ট পোস্ট করতেন, আবার কেউ কেউ মনে করছেন, ইলন মাস্কের সঙ্গে নিজের নাম জড়িয়ে তিনি শুধু জনপ্রিয়তা বাড়ানোর চেষ্টা করছেন। এদিকে ইলন মাস্ক এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি। এর আগেও তিনি একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এবং তার ১২টি সন্তানের কথা জানা গেছে। তাদের মধ্যে নেভাদা, ভিভিয়ান, গ্রিফিন, কাই, স্যাকসন, ডেমিয়ান, এক্স এই এ-১২ (X Æ A-12), স্ট্রাইডার, এক্সা, অ্যাজুর এবং টেকনো নাম প্রকাশিত হয়েছে। তবে তার ১২তম সন্তানের নাম এখনো জানা যায়নি। ইলন মাস্কের ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে। বিশেষ করে তার সাবেক স্ত্রী জাস্টিন উইলসন, গায়িকা গ্রাইমস এবং নিউরালিঙ্কের নির্বাহী শিভন জিলিসের সঙ্গে সম্পর্ক নিয়ে ব্যাপক চর্চা হয়েছে। ২০২১ সালে শিভন জিলিস যমজ সন্তানের জন্ম দেন, পরে জানা যায় তাদের বাবাও ইলন মাস্ক। এখন দেখার বিষয়, মাস্ক তার ১৩তম সন্তানের বিষয়ে কোনো মন্তব্য করেন কি না।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |