ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৫ মার্চ ২০২৫ ১ চৈত্র ১৪৩১
বরিশালে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ৪
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 4 January, 2025, 8:12 PM

বরিশালে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ৪

বরিশালে ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক ৪

বরিশাল মেট্রোপলিটন (গোয়েন্দা) ডিবি পুলিশের অভিযানে কেডিসি’র চিহ্নিত মাদক ব্যবসায়ী শামীম ফরাজি দেড় কেজি গাঁজাসহ চার জনকে আটক করতে সক্ষম হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন, ডিবি পুলিশ সাব ইন্সপেক্টর মো.মেহেদী হাসান তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন ১০নং ওয়ার্ড কেডিসি বালুর মাঠ এলাকায় দীর্ঘদিন ধরে রাস্তার পাশে ও কলোনির ভিতরে শামিম ফরাজি (সম্ভু) মাদক বিক্রয়ের একটি সিন্ডিকেট দিয়ে মাদকদ্রব্য গাঁজা বিক্রি করে আসছেন।

এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. ছগির হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত আনুমানিক ২ টার সময় কেডিসি কলোনির মুর্দ্দার ঘরের বিপরীতে অভিযান পরিচালনা করে দেড় কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটক কৃতরা হলেন, নগরীর ১০ নং ওয়ার্ড কেডিসি একই এলাকার বাসিন্দারা মোঃ শামীম ফরাজী(সম্ভু)(৩৬), পিতা-আবু হোসেন ফরাজী, মাতা-জাহানারা বেগম, মোঃ করিম সিকদার (২৭), পিতা-আঃ রহিম সিকদার, মাতা-দুলু বেগম,লিটন হাওলাদার @ডিজে লিটন (৫০), পিতা-মৃত বাশার হাওলাদার, মাতা-কিরনী বেগম, শফিক সিকদার (৩৭), পিতা-মৃত তোফেল সিকদার, মাতা-নুরুন্নাহার বেগম।

বরিশাল মেট্রোপলিটন (গোয়েন্দা) ডিবি পুলিশের ইন্সপেক্টর মোহাম্মদ ছগির হোসেন বলেন, কেডিসি এলাকায় শামীম ফরাজি তার ভাই জুম্মন, ও তার স্ত্রী রোজী বেগম মাদকদ্রব্য গাঁজা, ইয়াবা, আইস,হেরোইনসহ বিভিন্ন ধরনের নেশাদ্রব্য মাদক বিক্রি করে আসছেন।

এছাড়াও এই মাদক ব্যবসায়ী গ্রুপের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানাসহ একাধিক থানায় মাদক মামলা চলমান রয়েছে। এদের বিগত দিনে একটি রাজনৈতিক মহল শেল্টার দিয়ে আসছিলো।

মাদকবিরোধী অভিযানে এসআই মেহেদী হাসান বেশ পারদর্শী এবং বরিশাল কোতয়ালি মডেল থানায় কর্মরত থাকাকালীনও তিনি কয়েকটি বড় চালান উদ্ধারসহ চিহ্নিত ব্যবসায়ীদের গ্রেপ্তার করে আলোচনায় এসেছিলেন।

এয়ারপোর্ট থানায় যোগদান করে সেই ধারাবাহিকতা রক্ষা করেছেন। বর্তমানে ডিবি পুলিশে যোগদান করে বেশকিছু মাদক বিরোধী অভিযান চালিয়ে সফলতা অর্জন করেছে।সঙ্গত কারণে মাদকবিরোধী অভিযান প্রশ্ন আসলেই এসআই মেহেদীকে ঘিরে ইতিবাচক আলোচনা খোদ পুলিশের ভেতরে শোনা যায়।

এবিষয় কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, ডিবি পুলিশের ইন্সপেক্টর ছগির হোসেন মাদকদ্রব্য গাঁজাসহ চার জনকে আটক করে থানার আইনগত প্রসেসিংয়ের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status