ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১১ ডিসেম্বর ২০২৪ ২৫ অগ্রহায়ণ ১৪৩১
লালমনিরহাট শহরে দেখা মিললো ভ্রাম্যমাণ বানরের
মিজানুর রহমান মিলন ,লালমনিরহাট
প্রকাশ: Sunday, 24 November, 2024, 12:33 PM

লালমনিরহাট শহরে দেখা মিললো ভ্রাম্যমাণ বানরের

লালমনিরহাট শহরে দেখা মিললো ভ্রাম্যমাণ বানরের

লালমনিরহাট জেলা শহরের বিভিন্ন এলাকায় কিছুদিন ধরে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে একটি বানরকে।

লালমনিরহাট পৌর এলাকার এলজিইডি, বিজিবি ক্যান্টিন মোড়, ভোকেশনাল মোড়, বালাটারীসহ আশপাশের এলাকায় বানরটি ঘুড়ে বেড়ায়। কখনো টিনের চালে, কখনো বাড়ির ছাদে, কখনো রেলিংয়ে, কখনো গাছে গাছে ঘুরতে দেখা যায়। কখনও কখনও রাস্তায় নেমে এসে চুপচাপ দাড়িয়ে থাকে এবং কেউ কিছু দিলে খুব সতর্কতা অবলম্বন করে খেতে দেখা যায়। এখন পর্যন্ত কাউকে কোনো আক্রমণ করেনি বলে এলাকাবাসী জানান।

বানরটির বিষয়ে জানতে চাইলে বালাটারী এলাকার মজিবর রহমান বলেন, প্রায় ২ মাস ধরে অত্র এলাকায় বানরটি ঘুড়ে বেড়ায়, এখনো কারো কোনো ক্ষতি করেনি। কেউ কিছু দিলে খায় আবার চলে যায়। 

ভ্রাম্যমাণ বানরটি কোথা থেকে এসেছে কেউ বলতে পারেনি। মাঝে উৎসুক জনতা বানরটিকে দেখতে ভীর জমায়। ছোট ছোট ছেলেমেয়েরা হৈ-হুল্লোড় করলে বানরটি লাফিয়ে লাফিয়ে এদিক সেদিক ছুটতে থাকে। অবিভাবকদের উৎকন্ঠা থাকলেও এখন পর্যন্ত কোনো ছেলেমেয়েদের উপর বা পথচারীদের কোনোরকমের ঝামেলা করেনি বানরটি।


� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status