হাসিনাকে নিতে ভারত কেন বিমান পাঠায়নি
নতুন সময় প্রতিবেদক
|
![]() হাসিনাকে নিতে ভারত কেন বিমান পাঠায়নি ভারত যদি বিমান পাঠায় তাহলে তিনি নিরাপদে দেশত্যাগ করতে পারবেন এমনটাও জানান হাসিনা। কিন্তু এরপরও সেদিন তাকে নিতে ভারত কেন বিমান পাঠালো না? কূটনৈতিক সূত্রগুলো কী বলছে? কীই বা কারণ ছিল এর নেপথ্যে? কী প্রমাণ করতে চেয়েছিল ভারত? ওদিকে আরেকটি দায়িত্বশীল কূটনৈতিক সূত্র জানিয়েছে বাংলাদেশ কর্তৃপক্ষের সিদ্ধান্তহীনতায় ভারত নাকি হুমকিও দিয়েছিল। কী ছিল সেই হুমকি? |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |