বাঙ্গালহালিয়া ভিমাছড়া সার্বজনীন শ্রী শ্রী পঞ্চায়েত সংঘের উদ্যোগে গীতা পাঠ
মিন্টু কান্তি নাথ, রাজস্থলী
|
রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ভিমাছড়া সার্বজনীন শ্রী শ্রী পঞ্চায়েত সংঘের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত ২২ শে নভেম্বর রোজ শুক্রবার ভোর সকাল থেকে শ্রী শ্রী গীতা পাঠ,সনাতন ধর্ম সভা ও লীলা কীর্তন অনুষ্ঠানে গীতা পাঠের আয়োজন করা হয়েছে।ধর্মীয় অনুষ্ঠানে আশির্বাদক ছিলেন বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের মঠ অধ্যক্ষ বিশিষ্ট গীতা পাঠক ও ধর্মীয় আলোচক শ্রী শ্রীমৎ স্বামী অভেদানন্দ ব্রহ্মচারী মহারাজ। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |