তোমরা মার খেয়েছ, ভবিষ্যতে আরো খাবে পুলিশ সদস্যদের বললেন জিয়া
নতুন সময় প্রতিবেদক
|
![]() তোমরা মার খেয়েছ, ভবিষ্যতে আরো খাবে পুলিশ সদস্যদের বললেন জিয়া এদিন ট্রাইব্যুনালে উপস্থিত জিয়াউল আহসানকে বেশ উত্তেজিত দেখা যায়। আদালতে শুনানি চলাকালে শেষের দিকে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন জিয়াউল আহসান। ওই সময় তাকে বসাতে গেলে দায়িত্বরত পুলিশ সদস্যকে ধমক দিয়ে সরিয়ে দেন তিনি। এ সময় তার আইনজীবী বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জিয়াউল আহসান কথা বলতে চান। কাঠগড়া থেকে জিয়াউল আহসান বলেন, ‘আমি আয়নাঘরে কখনো চাকরি করিনি। আমার নামে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি যেখানে কাজ করেছি, সেটা সম্পূর্ণ টেকনিক্যাল ছিল।’ জবাবে ট্রাইব্যুনাল বলেন, তদন্ত চলছে। আপনার আইনজীবী আছে, যা বলার তাঁর মাধ্যমে বলবেন। বিচারপতিরা এজলাস ছাড়ার পর পুলিশ সদস্যরা আসামিদের হাজতখানায় নেওয়ার জন্য যান। এ সময় জিয়াউল আহসান তাদের বলেন, ‘কেউ আমাকে ধরবে না, কাছে আসবে না। তোমরা মার খেয়েছ, ভবিষ্যতে আরো খাবে। আমাকে জেলখানায় কাগজ-কলম দেওয়া হয় না, আমি লিখব। আমার বিরুদ্ধে যা বলেছে, তা আমাকে লিখিত দাও। ’তাকে সে সময় বেশ উত্তেজিত দেখা যায়। তবে আইনজীবী তাকে আশ্বস্ত করে বলেন, ‘পরে সবই দেওয়া হবে।’ |
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |