স্বৈরাচারী হাসিনা সরকারকে এই দেশে আর ফিরে আসতে দেওয়া হবে না
শরীফ হোসেন,রূপগঞ্জ
|
বিজেএমইএ'র সম্মিলিত পরিষদের সভাপতি ও বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার ও তার প্রেতাত্বারা এদেশে আবারো ফিরে আসতে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র চালাচ্ছেন। স্বৈরাচারী হাসিনা সরকারকে এদেশে আর ফিরে আসতে দেওয়া হবে না। রবিবার বিকেলে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের তারাব পৌরসভার রূপসী এলাকায় জাতীয় সংসতি দিবস উপলক্ষ্যে র্যালী ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসময় প্রায় ৩০ হাজার মানুষের সমাগমে র্যালীটি রূপসী হয়ে মুড়াপাড়াসহ বেশকয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |