চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউসুফ চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) বিকেলে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের উদ্যোগে উপজেলার চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রানীরহাট বাজারস্থ এলাকায় এ বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত সতেরো বছর আওয়ামী লীগের নির্যাতনের শিকার উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরীর বিরুদ্ধে সম্প্রতি অনিবন্ধিত অনলাইন টিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ষড়যন্ত্র মূলক মনগড়া, বানোয়াট একটি মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। কিন্তু বিগত ১৭ বছর স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দ্বারা নির্মম নির্যাতনে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয়েছেন ইউসুফ চৌধুরী।
এছাড়াও গত সতেরো বছরে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ইউসুফ চৌধুরীর বিরুদ্ধে ১২টি মিথ্যা রাজনৈতিক মামলা দিয়েছে। এসব মামলায় ইউসুফ চৌধুরী জেলও খেটেছেন। এখানো ৭টি মামলা চলমান রয়েছে। তাঁকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে তার ব্যবসায়ী প্রতিষ্ঠানও দখল করে নিয়েছিলো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দলীয় নেতারা।
বক্তারা আরও বলেন, মামলা- হামলায় জর্জরিত হলেও যুবদলের এ নির্যাতিত নেতা ইউসুফ চৌধুরী বিএনপির আদর্শ ত্যাগ করেনি কখনো। রাতের পর রাত তিনি বাড়িতে ঘুমাতে পারিনি গ্রেফতার আতঙ্কে। শত প্রতিকূলতা স্বত্তেও কেন্দ্রীয় বিএনপি ঘোষিত প্রতিটি আন্দোলন-সংগ্রাম, হরতাল-অবরোধ কর্মসূচি সফলভাবে পালন করেছেন তিনি।
এতকিছুর পরও জনপ্রিয় এ ত্যাগী নেতা ইউসুফ চৌধুরীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা, ভীত্তিহীন গল্প রটিয়ে ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর কাম নামধারী সাংবাদিক তাঁর বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছে। ওই মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের তীব্র নিন্দা, প্রতিবাদ ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেছে বক্তারা।
রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউদ্দিন মাহমুদ চৌধুরী সভাপতিত্বে ও রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সহসভাপতি শাহেদ কামাল তালুকদার, উত্তর জেলা যুবদলের সহ সভাপতি নাসির উদ্দীন, ইউসুফ কামাল, এম, কামাল উদ্দীন মাস্টার, রেজাউল করিম সওদাগর, আবদুল মান্নান রনি, জাহেদুল আলম চৌধুরী, দিদারুল ইসলাম জসিম, পেয়ারুল আলম, ইকবাল হোসেন তালুকদার, রকিবুল হাসান মাসুদ, সাইফুদ্দিন, হেলাল উদ্দিন আহমেদ, নুরুল আলম তাং, জিয়াউর রহমান, ইউসুফ সাগর, আবুল মনসুর প্রমূখ।
এ সময়ে রাঙ্গুনিয়া উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদলসহ অন্যান্য অংগসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিপুল সংখ্যক জনসাধারণ প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন।