এমএন লারমা ৪১তম মৃত্যু উপলক্ষে স্মরণ সভায় অনুষ্টিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 10 November, 2024, 8:05 PM
পার্বত্য চট্টগ্রাম জন সংহতি সমিতি (জেএসএস) প্রতিষ্টা মানবেন্দ্র নারায়ণ লারমার ৪১তম মৃত্যু বার্ষীকি খাগড়াছড়িতে পালিত হয়েছে।
আজ রবিবার (১০ নভেম্বর/২৪) সকাল জেলা সদরের তেঁতুল তলায় জেএসএস এর নিজস্ব কার্যালয়ে অনুষ্টিত স্মরণ সভার অনুষ্টিত হয়। এর আগে এম এন লারমার প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন, প্রভাত ফেরি করা হয়।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির খাগড়াছড়ি সদর থানা কমিটির সভাপতি সুনীল চাকমার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক ভোলাস ত্রিপুরা সঞ্চালিত সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সাধারন সম্পাদক অংশুমান চাকমা।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শরণার্থী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক সন্তেুাষিত চাকমা (বকুল), বিশিষ্ট সমাজ সেবক রবি শংকর তালুকদার, প্রিয় কুমার চাকমা, ধীমান খীসা, ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অমর জ্যোতি চাকমা, জেএসএস (এম এন লারমা) খাগড়াছড়ি জেলা সাধারন সম্পাদক প্রীতি খীসা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাংগঠনিক সম্পাদক ববিতা চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের আহ্বায়ক মায়া চৌধুরী, সুশীল সমাজের প্রতিনিধি ইন্ধু বিকাশ কারবারি প্রমূখ।
এসময় বক্তারা বলেন, শান্তি চুক্তি নিয়ে তালবাহানা করা হচ্ছে অভিযোগ এনে পাহাড় নিয়ে ষড়যন্ত্র মেনে নেয়া হবে না বলে হুশিয়ারি জানান। যারা মরতে জানে পৃথিবীতে তারা অজেয়! যে জাতি বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে জানে না,সে জাতি বেঁচে থাকার কোন অধিকার থাকতে পারে না।
এতে বক্তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি আওয়ামী লীগ সরকার করলে তা বাস্তবায়ন না করা বেইমানির সামিল বলে ক্ষোভ প্রকাশ করেন। একই সাথে অচিরেই চুক্তি বাস্তবায়নের গুরুত্বরোপ করে দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয় এতে। সেই সাথে জুম্ম জাতির অধিকার আদায়ে সকলকে স্বোচ্ছার হওয়ার আহ্বান জানান।
এমএন লারমার শ্রদ্ধা স্মরণ করে নেতাকর্মীদের জীবন ও শেষ দিনেও কথা তুলে ধরে শহীদের শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পারন করা হয়।