সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা এলাকায় বিজিবির অভিযানে সোনাসহ এক চোরাকারবারি আটক
ইয়া রব হোসেন সাতক্ষীরা
|
ঢাকা থেকে আসা যাত্রীবাহী বাস তল্লাশি করে ৩টি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে সাতক্ষীরা ৩৩ বিজিবি সদস্যরা। আটককৃতের নাম মোঃ জাহাঙ্গীর হোসেন স্বপন (৫১)। তিনি রাজধানীর রায়েরবাগ কদমতলী এলাকার মৃত নুরুল হক এর ছেলে। সাতক্ষীরা ৩৩ বিজিবি'র অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের তলুইগাছা বিওপির এসআইপি এর সদস্য হাবিলদার মোঃ মেজবাহ উদ্দিন রুবেল এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল তুজুরপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ-সময় ঢাকা হতে সাতক্ষীরাগামী এমআর স্লিপার কোচ তল্লাশী করে এক ব্যক্তিকে আটক করে। তার ডান পায়ের জুতার ভিতরে বিশেষ কায়দায় কষ্টেপ দ্বারা পেঁচানো অবস্থায় ৩টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক ওজন ৪৭৩ গ্রাম ১২ মিলিগ্রাম যার মূল্য ৫৭,৫৭,৮৭০/- টাকা। এছাড়াও তার কাছথেকে ০২টি মোবাইল উদ্ধার করাহয়। স্বর্ণ ও মোবাইলের সর্বমোট মূল্য-৫৭,৭৮,৮৭০ (সাতান্ন লক্ষ আটাত্তর হাজার আটশত সত্তর) টাকা। এ ব্যাপারে কলারোয়া থানায় মামলা দায়ের করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান বিজিবি'র অধিনায়ক। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |