ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১১ সেপ্টেম্বর ২০২৪ ২৬ ভাদ্র ১৪৩১
ধ্বংসস্তূপ থেকে লিটনের অনন্য সেঞ্চুরি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 1 September, 2024, 5:48 PM

ধ্বংসস্তূপ থেকে লিটনের অনন্য সেঞ্চুরি

ধ্বংসস্তূপ থেকে লিটনের অনন্য সেঞ্চুরি

পাকিস্তানি লেগ স্পিনার আবরার আহমেদের অফ স্টাম্পের বাইরে করা বল স্লিপের বাইরে দিয়ে গাইড করে দিলেন লিটন দাস। ৯৯ থেকে লিটনের রান হয়ে গেল ১০৪। হেলমেট খুলে তাতে চুমু খেলেন এই উইকেটকিপার ব্যাটার। তারপর একই সঙ্গে উঁচিয়ে ধরলেন হেলমেট ও ব্যাট। পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে কী অনন্য এক সেঞ্চুরি করলেন লিটন!

বাংলাদেশ ইনিংসে যে বিপর্যয় শুরু হয়েছিল, তাতে শঙ্কা ছিল ৫০ রানের নিচে অলআউট হওয়ার। ২৬ রানের মধ্যে ৬ উইকেট হারানো দল ক্রমেই পার করলো ৫০, ১০০, ১৫০ এরপর ২০০। বাংলাদেশ দলকে এই অবস্থায় নিয়ে আসার কারিগর লিটন ও মেহেদী হাসান মিরাজ।

দলীয় সংগ্রহের সমান্তরালে স্বাভাবিকভাবেই ব্যক্তিগত রানে নিজেদের এগিয়ে নিয়ে গেছেন লিটন ও মিরাজ। ব্যক্তিগত ৭৮ রানে খুররম শেহজাদের বলে মিরাজ থামলেও উইকেটকিপার ব্যাটার লিটন দাস থেকেছেন স্থির। মিরাজের সঙ্গে ১৬৫ রানের জুটি যখন ভাঙে তখন লিটনের ব্যক্তিগত রান ৮২। ২ রান যোগ হতে ফেরেন তাসকিন আহমেদও। শেষ পর্যন্ত হাসান মাহমুদকে সঙ্গে নিয়েই ব্যাটিং চালিয়ে যান লিটন। তুলে নেন নিজের সেঞ্চুরিও। 

টেস্ট ক্যারিয়ারে লিটনের এটি চতুর্থ সেঞ্চুরি। তবে ম্যাচ পরিস্থিতি বিবেচনায় এটিই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। চারটি সেঞ্চুরির পাশাপাশি ক্যারিয়ারে ১৭টি ফিফটিও আছে লিটনের। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ৮ উইকেট হারিয়ে ২১৭। লিটনের সঙ্গে আরেক পাশে ২৭ বলে ২ রান নিয়ে ব্যাট করছেন হাসান। প্রথম ইনিংসে এখনো পাকিস্তানের চেয়ে ৫৭ রানে পিছিয়ে বাংলাদেশ।

� পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ �







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: [email protected]
কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status