বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ পিসিবি চেয়ারম্যান
নতুন সময় ডেস্ক
|
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে টাইগাররা। নিজেদের মাটিতে এমন হারে হতাশ পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। তবে বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন পিসিবি প্রধান। বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে মহসিন নাকভি বলেন, 'বাংলাদেশ ক্রিকেট দল দারুণ খেলেছে, পুরো ম্যাচেই নিজেদের অবস্থান ধরে রেখেছে। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে এটি একটি ঐতিহাসিক জয়। তাদের আন্তরিক অভিনন্দন।' হারলেও পরের ম্যাচে পাকিস্তান ঘুরে দাঁড়াবে বিশ্বাস পিসিবি চেয়ারম্যানের। তিনি আরও বলেন, 'দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান ক্রিকেট দল যতটা ভালো পারফর্ম করা উচিত ছিল, ততটা করতে পারেনি। ইনশাআল্লাহ সবুজ জার্সিধারীরা সামনের ম্যাচে ঘুরে দাঁড়াবে।'
|
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |