সচিবালয়ে পিআইডি ভবনে আগুন
নতুন সময় ডেস্ক
|
![]() সচিবালয়ে পিআইডি ভবনে আগুন বৃহস্পতিবার বিকেল সোয়া চারটার দিকে ভবনটির নিচতলায় আগুনের সূত্রপাত বলে একজন প্রত্যক্ষ্যদর্শী জানিয়েছেন। ধোঁয়া ছড়িয়ে পড়ে আশেপাশে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে আসেন দমকলের সদস্যরা। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, একটি ইলেকট্রিক বোর্ড থেকে আগুনের সূত্রপাত বলে মনে করা হচ্ছে। ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করে বিকেল ৪টা ৩৫ মিনিটে আগুন নিভিয়ে ফেলা হয়েছে বলে জানান ওই কর্মকর্তা।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |