ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫ ২৮ মাঘ ১৪৩১
১০১ টাকা দেনমোহরে রিশাদের বিয়ে
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 12 July, 2024, 3:30 PM

১০১ টাকা দেনমোহরে রিশাদের বিয়ে

১০১ টাকা দেনমোহরে রিশাদের বিয়ে

সময়টা বেশ ভালো কাটছে রিশাদ হোসেনের। টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে তার মুগ্ধতার রেশ এখনো রয়েছে। ওই সময়টা আরো আনন্দঘন ও উপভোগ্য করে তুলতে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি।

বুধবার জীবনের নতুন ইনিংস শুরু করেছেন রিশাদ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই নিশ্চিত করেছেন এই খবর। ২১ বছর ৩৬২ দিন বয়সে শুভ এই কাজ সমাধা করলেন রিশাদ।


ফেসবুক পোস্টে ‘গট ম্যারিড’ উল্লেখ করে রিশাদ লিখেছেন, বেশ রোমাঞ্চের সাথে আনন্দের সংবাদ জানাচ্ছি যে, আমি যুগলবন্দি জীবন শুরু করেছি। আমাদের ভবিষ্যৎ হোক ভালোবাসা, আনন্দ ও সীমাহীন আশীর্বাদে ভরপুর।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে তারকাখ্যাতি পাওয়া এই লেগ স্পিনার অবশ্য খুব জাঁকজমক আর আড়ম্বরপূর্ণ কোনো অনুষ্ঠান নয়, সাদাসিধেভাবেই সম্পন্ন করেছেন বিয়ের কাজ। গ্রাম্য পরিবেশেই হয়েছে আয়োজন।


এমনকি এই সময়ে যখন মোটা অংকের দেনমোহর ছাড়া বিয়ে করা দায়, তখন ভিন্ন এক নজির স্থাপন করলেন রিশাদ। জাতীয় দলের অন্যতম সেরা এই ক্রিকেটার বিয়ে করেছেন মাত্র ১০১ টাকা দেনমোহরে।

জানা গেছে, রিশাদের সদ্য বিবাহিত স্ত্রী সিদরাতুল মুনতাহা। তার বাড়ি নীলফামারী সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নে। তবে ব্যক্তিগতভাবে ধর্মীয় বিধান মেনে চলা এই ক্রিকেটার স্ত্রীর কোনো ছবি বা তথ্য সামনে আনেননি।

উল্লেখ্য, সদ্য শেষ হওয়া বিশ্বকাপে ৭.৭৬ ইকোনমি রেটে ১৪ উইকেট শিকার করেছেন রিশাদ। যা কোনো বাংলাদেশি বোলার হিসেবে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ উইকেট শিকারের কীর্তি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ। কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status