কাউন্সিলরের বিরুদ্ধে প্রবাসী নারীর বাড়ি দখলের অভিযোগ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 10 July, 2024, 5:49 PM
কাউন্সিলরের বিরুদ্ধে প্রবাসী নারীর বাড়ি দখলের অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাব এলাকার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আতিকুর রহমানের বিরুদ্ধে সৌদি প্রবাসী এক নারীর বাড়ি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেছেন ভুক্তভোগী নারী খাদিজা আক্তার।
বুধবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টায় তারাবো পৌরসভার বরাব এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি।
প্রবাসী খাদিজা আক্তারের অভিযোগ, ২০১৭ সালে সৌদি আরবে অবস্থানকালে বাবার কাছে টাকা পাঠিয়ে সাড়ে আট শতাংশ জায়গা কিনে দুইতলা একটি ভবন নির্মাণ করেন খাদিজা আক্তার। পরবর্তীতে স্থানীয় পৌর ওয়ার্ড কাউন্সিলর আতিকুর রহমানের কাছে বাড়ির সামনের চার শতাংশ খালি জায়গা বিক্রি করেন তিনি। সম্প্রতি ওই কাউন্সিলর কৌশলে তার দুইতলা ভবনটির অর্ধেক অংশ জোরপূর্বক দখল করে নিয়েছেন।
এ খবর শুনে বাড়ি রক্ষার উদ্দেশ্যে সম্প্রতি তিনি দেশে ফিরে এলে কাউন্সিলর আতিক পুরো বাড়ি লিখে দেয়ার জন্য হুমকি দিচ্ছেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ করেও কাউন্সিলর প্রভাবশালী হওয়ায় এর কোনো প্রতিকার পাচ্ছেন না বলে বলে অভিযোগ করেন খাদিজা আক্তার। এ বিষয়ে প্রশাসনের কাছে ন্যায়বিচার দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভুক্তভোগী খাদিজা আক্তারের পরিবারের সদস্যরা।