বীর মুক্তিযোদ্ধা হায়াতুন নবী মজুমদার এনজিও নেটওয়ার্ক'র কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত
নতুন সময় প্রতিবেদক
|
![]() বীর মুক্তিযোদ্ধা হায়াতুন নবী মজুমদার এনজিও নেটওয়ার্ক'র কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত সভা পরিচালনা করেন নিবেদন কমপ্লেক্স নিক'র নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা হায়াতুন্নবী মজুমদার। সভায় বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে বিশদ আলোচনা শেষে এনজিও নেটওয়ার্ক বাংলাদেশ এর ১১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। বীর মুক্তিযোদ্ধা হায়াতুন্নবী মজুমদার, সভাপতি, (নিক), মাহমুদুল হাসান, সিঃ সহ সভাপতি "ব্র্যাক", আঃ মান্নান, সহ সভাপতি আরডিআরএস বাংলাদেশ, আবদুল্লাহ আল নোমান,সদস্য সচিব SPBK" মজিবুর রহমান সাংগঠনিক সম্পাদক সেরা,নির্বাচিত হন। কার্যনির্বাহী সদস্যরা হচ্ছেন মো হানিফ মিয়া রিক, সামিউল কবির MKSS, রোকেয়া জাহান রেবা প্রত্যয়, শামসুন্নাহার মুক্তা DSKS, অমিয় সাগর চাকমা আশ্রায়ংগন সোসাইটি ও আসাদুজ্জামান সেলিম মউক"।
|
পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |