বান্দরবানে বেনজীর এর জায়গা জিম্মায় নিয়েছে প্রশাসন
উথোয়াইচিং মারমা;বান্দরবান
|
বহুল আলোচিত সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ তার স্ত্রী ও কন্যার নামে থাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বান্দরবানের খামার বাড়ী মৎস ঘেরসহ ২৫ একর জায়গা জিম্মায় নিয়েছে বান্দরবান জেলা প্রশাসন। আজ (০৭ জুলাই) সকালে সুয়ালকের মাঝের পাড়ায় জায়গাটি সরেজমিনে পরিষদর্শন করে সেখানে সাইনবোর্ড লাগিয়ে দেন বান্দরবান জেলাপ্রশাসক। এদিকে জায়গাটি সরকারী জিম্মায় নেয়ায় খুশি স্থানীয়রা। তাদের কাছ থেকে জোর পূর্বক দখলকৃত জায়গা ফেরত পাওয়ার দাবী জানান তারা জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন বলেন, আদালতের নির্দেশনার পর বেনজীর আহমেদের সম্পত্তিগুলো তত্ত্বাবধানে নেওয়া হয়েছে। এসব সম্পত্তি থেকে যা আয় হবে তা সরকারের কোষেধারে জমা হবে। উল্লেখ্য,২০১৬ সালে র্যাবের মহাপরিচালক থাকা কালীন বান্দরবানের সুয়ালকে স্ত্রী কন্যা ও নিজ নামে ২৫ একর জায়গা ক্রয় করেন বেনজীর আহমেদ। |
� পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ � |