বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিলের দাবিতে অবস্থান কর্মসূচি ও মহাসড়ক অবরোধ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অবস্থান কর্মসূচি করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীরা বলেন, বৈষম্য থেকে মুক্তি পেতে আমাদের দেশ স্বাধীন হয়েছে, সেই বৈষম্য আর থাকা উচিত নয়। কোটা পদ্ধতির কারণে সাধারণ শিক্ষার্থীরা পিছিয়ে পড়লেও কোটাধারীরা সুবিধা পাচ্ছে। তাই আমরা ২০১৮ সালের কোটা পদ্ধতির সংস্কার চাই। আমাদের আন্দোলন কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীর বিরুদ্ধে নয়। আমাদের চার দফা দাবি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।"
এ সময় তারা 'চাকরিতে কোটা, মানি না, মানবো না', 'মুক্তিযুদ্ধের বাংলায়, কোটার ঠাঁই নাই', 'সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে', ‘কোটা পদ্ধতি নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’,'১৮ সালের পরিপত্র, পুনর্বহাল করতে হবে', 'কোটা প্রথায় নিয়োগ পেলে, দুর্নীতি বাড়ে প্রশাসনে', 'বঙ্গবন্ধুর বাংলায়, কোটা প্রথার ঠাই নাই', 'দেশটা নয় পাকিস্তান, কোটার হোক অবসান' সহ নানা স্লোগান দেন।